Advertisement
Advertisement

অধীরের গড়ে তৃণমূলের থাবা, বামেদের হাতছাড়া জঙ্গিপুর পুরসভা

মমতা বন্দ্যোপাধ্যায়ের সেকেন্ড ইনিংসের শুরুতেই বামেদের হাতছাড়া জঙ্গিপুর পুরসভা।

3 members of Murshidabad Zilla Parishad and 12 councillors of Jangipur Municipality join Trinamool: Abhishek Banerjee at Trinamool Bhavan
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 23, 2016 8:48 pm
  • Updated:September 10, 2020 1:48 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরির খাস তালুক মুর্শিদাবাদের জঙ্গিপুর পুরসভাটি এতদিন দখলে রেখেছিল বামেরা৷ কিন্তু শনিবার পুরসভার মোট ১২ জন কাউন্সিলার তৃণমূলে যোগ দেওয়ায় ওই পুরসভা চলে এল শাসক দলের হাতে৷ একইসঙ্গে মুর্শিদাবাদ জেলা পরিষদের ৩ সদস্যও আজ তৃণমূলে যোগ দিয়েছেন বলে জানিয়েছেন তৃণমূলের যুব সভাপতি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়৷

দলীয় সূত্রে খবর, বামেদের ৭ জন, কংগ্রেসের ৪ জন ও বিজেপির একজন কাউন্সিলার এদিন শাসক দলে যোগ দেন৷ পুরসভার চেয়ারম্যান মোজহারুল ইসলাম-সহ বাকি কাউন্সিলারদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ বামদের পুরবোর্ড থেকে ১২টি ওয়ার্ড দখলে এল তৃণমূলের। ফলে ২১ ওয়ার্ডের জঙ্গিপুর পুরসভা এখন তৃণমূলের।

Advertisement

মমতা বন্দ্যোপাধ্যায়ের সেকেন্ড ইনিংস শুরুর মাত্র কয়েক মাসের মধ্যেই জঙ্গিপুর পুরসভা হাতছাড়া হয়ে গেল বামেদের। অবশ্য শুধু জঙ্গিপুর নয়, সম্প্রতি রাজ্য জুড়েই বিরোধী নেতাদের তৃণমূলে যোগ দেওয়ার হিড়িক পড়ে গিয়েছে৷ গত ২১ জুলাই শহিদ দিবসে ধর্মতলার সভামঞ্চে কালিয়াগঞ্জ পুরসভার ভাইস চেয়ারম্যান-সহ কংগ্রেসের সাত কাউন্সিলর তৃণমূলে যোগ দিতেই কংগ্রেসের হাত থেকে কালিয়াগঞ্জ পুরসভার দখল নেয় তৃণমূল৷ ওইদিনই খড়গপুর পুরসভার বিরোধী দলনেতা-সহ পাঁচ কংগ্রেস কাউন্সিলর যোগ দেন তৃণমূলে৷ তৃণমূলে যোগ দেন পুরুলিয়া পুরসভার দুই কাউন্সিলরও৷ অটুট থাকেনি প্রদেশ সভাপতির পরিবারও! অধীর চৌধুরীর শ্যালক তথা মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের সম্পাদক অরিত্র মজুমদারও যোগ দিয়েছেন তৃণমূলে৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ