৬ চৈত্র  ১৪২৯  মঙ্গলবার ২১ মার্চ ২০২৩ 

READ IN APP

Advertisement

মন্দারমণির সমুদ্রে তলিয়ে গেলেন কলকাতার তিন পর্যটক

Published by: Sangbad Pratidin Digital |    Posted: September 17, 2016 7:12 pm|    Updated: September 17, 2016 7:26 pm

3 tourists died in Mandarmani

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের মন্দারমণিতে পর্যটকের জলে ডুবে মৃত্যুর ঘটনা ঘটল। এবার মন্দারমণির সমুদ্রে তলিয়ে গেলেন তিন ব্যক্তি।

পুলিশ সূত্রে খবর, কলকাতা থেকে তিন বন্ধু বিশ্বকর্মা পুজোর ছুটি কাটাতে মন্দারমণি গিয়েছিলেন। তিনজনই নিউটাউনের একটি বেসরকারি তথ্য প্রযুক্তি সংস্থায় কাজ করেন বলে জানা গিয়েছে। শনিবার দুপুর ৩টে নাগাদ সমুদ্রে স্নান করতে যান তাঁরা। সৈকতে কর্মরত পুলিশ বাধা দেওয়া সত্ত্বেও কথা শোনেননি তাঁরা। জোয়ারের জল ভাসিয়ে নিয়ে যায় তাঁদের। এখনও পর্যন্ত একজনের মৃতদেহ উদ্ধার করা গিয়েছে। বাকি দু’জনের খোঁজ চলছে। উদ্ধার হওয়া ব্যক্তির নাম সুমন্ত বন্দ্যোপাধ্যায় বলে জানা যাচ্ছে। পুলিশ জানাচ্ছে, অতিরিক্ত মদ্যপান করে জলে নেমেছিলেন তাঁরা।  আর তার জন্যই এমন দুর্ঘটনা ঘটল।

এর আগেও এমন ঘটনা ঘটেছে মন্দারমণিতে। এর আগে মন্দারমণির সৈকতে গাড়ির রেস করতে গিয়ে মৃত্যুর কোলে ঢোলে পড়েছিলেন কলকাতার তিন যুবক। আবার প্যারাগ্লাইডিং করতে গিয়েও দুর্ঘটনার শিকার হয়েছিলেন পর্যটকরা। যার জন্য সুমদ্র সৈকতে নিরাপত্তা ব্যবস্থা আগের চেয়ে অনেক বেশি জোরদার করা হয়েছে। তারপরেও এই ঘটনা আটকানো সম্ভব হল না।

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে