Advertisement
Advertisement
রেল

সপ্তাহের শুরুতেই বাতিল ৪৯টি লোকাল ট্রেন, চূড়ান্ত ভোগান্তির শিকার যাত্রীরা

১৬ ফেব্রুয়ারি বেলা দশটার পর স্বাভাবিক হবে ট্রেন চলাচল।

300 Local trains cancelled on Sealdah main line, Passengers harassed
Published by: Tiyasha Sarkar
  • Posted:February 10, 2020 12:23 pm
  • Updated:February 10, 2020 12:28 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবার থেকেই স্বয়ংক্রিয় সিগন্যালিংয়ের কাজ শুরু হয়েছে শিয়ালদহ মেন শাখার নৈহাটি ও ইছাপুর স্টেশনের মাঝে। যার জেরে বাতিল করা হয়েছে বহু ট্রেন। কিন্তু ছুটির দিন হওয়ায় প্রথম দিনে খুব একটা ভোগান্তি না হলেও সোমবার সকাল থেকে জেরবার মেন শাখার যাত্রীরা। এদিন আপ ও ডাউন মিলিয়ে শিয়ালদহ মেন শাখার মোট ৪৯টি ট্রেন বাতিল করা হয়েছে। যার জেরে প্রতি স্টেশনে উপচে পড়ছে ভিড়। সকাল থেকেই ট্রেনে কার্যত বাদুরঝোলা হয়ে অফিসের পথে নিত্যযাত্রীরা।

শেষ পাওয়া খবর অনুযায়ী সোমবার যে ৪৯টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে তার মধ্যে রয়েছে আপ ও ডাউনে মোট ২৬টি নৈহাটি লোকাল, ১৪টি কল্যাণী সীমান্ত লোকাল, ৪টি শিয়ালদহ-রানাঘাট লোকাল, ৩টি নৈহাটি-রানাঘাট লোকাল ও ২টি শিয়ালদহ-কৃষ্ণনগর লোকাল-সহ বেশ কয়েকটি ট্রেন। এছাড়া বেশ কিছু ট্রেন বারাকপুর পর্যন্ত চালানো হচ্ছে। কলকাতা-সীতামারি এক্সপ্রেস, শিয়ালদহ-বালিয়া এক্সপ্রেস, কলকাতা-পাটনা এক্সপ্রেস, গৌড় এক্সপ্রেস, গঙ্গাসাগর এক্সপ্রেস, কলকাতা-জসিডি প্যাসেঞ্জারকে ঘুরিয়ে দেওয়া হবে বলে রেল সূত্রে খবর। গ্যালপিং ট্রেনগুলিও এই ৮ দিন সব স্টেশনে দাঁড়াবে বলেই সূত্রের খবর।

Advertisement

sealdah-3

Advertisement

[আরও পড়ুন: ‘খুনিদের এখনও কেন সাজা হল না?’ চোখের জল মুছে প্রশ্ন নিহত বিধায়কের স্ত্রীর]

sealdah-2

স্বয়ংক্রিয় সিগন্যালিংয়ের কাজের জন্য আগেই ৯ তারিখ বেলা ১২ টা থেকে ১৬ ফেব্রুয়ারি সকাল ১০ পর্যন্ত শিয়ালদহ মেন শাখায় ট্রেন বাতিলের কথা জানানো হয়েছিল রেলের তরফে। শিয়ালদহ-সহ প্রতি স্টেশনে ট্রেন বাতিলের কথা ঘোষণাও করে দেওয়া হয়েছিল। যাতে কোনওভাবে রাস্তায় বেড়িয়ে যাত্রীদের সমস্যায় না পড়তে হয়। তাই পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও একাধিক ট্রেন বাতিল হওয়ায় চূড়ান্ত ভোগান্তির শিকার যাত্রীরা। সমস্যার আশঙ্কা করেই অনেকেই বাতিল করেছেন কাজ। কেউ আবার বিকল্প পথে রওনা হয়েছেন গন্তব্যের দিকে।

ছবি: অরিজিৎ সাহা

[আরও পড়ুন: ভিক্ষুক সেজে NRC সার্ভে? ইলামবাজারে অজ্ঞাতপরিচয় ৪ মহিলার ঘোরাঘুরিতে সন্দেহ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ