Advertisement
Advertisement

Breaking News

শ্লীলতাহানির প্রতিবাদ করায় অস্ত্রের এলোপাতাড়ি কোপ, জখম ৪

চারজন একই পরিবারের সদস্য।

4 injured to protest harassment
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 8, 2018 9:07 pm
  • Updated:June 8, 2018 9:07 pm

সোমনাথ পাল, বনগাঁ: শ্লীলতাহানীর প্রতিবাদ করায় জখম হলেন চার ব্যক্তি। ঘটনাটি ঘটেছে গোপালনগর থানার নহাটা এলাকায়। চারজন একই পরিবারের সদস্য বলে জানা গিয়েছে। অভিযুক্তদের ধারালো অস্ত্রের কোপে জখম হয়েছেন তাঁরা। গুরুতর আহত অবস্থায় তাঁদের বনগাঁ হাসপাতালে ভরতি করা হয়েছে।

[ বাবার সঙ্গে রবীন্দ্রসংগীত গেয়ে সাফল্য উদযাপন উচ্চ মাধ্যমিকে প্রথম গ্রন্থনের ]

Advertisement

ঘটনার সূত্রপাত হয় শুক্রবার বিকেলে। অভিযোগ, বিকেলে স্নান সেরে পোশাক বদলাচ্ছিলেন ওই মহিলা। সেই সময় প্রতিবেশী শংকর চক্রবর্তী তাঁর শ্লীলতাহানি করে বলে অভিযোগ। ঘটনার সময় প্রতিবাদ করেন ওই মহিলা। তখনই ঘরে আসেন ওই মহিলার স্বামীও। তিনি অভিযুক্তকে পাকড়াও করেন। কিন্তু তখনকার মতো তাঁর হাত ফসকে ঘটনাস্থল ছেড়ে পালায় অভিযুক্ত।

Advertisement

কিন্তু ঘটনার কথা ভোলেনি সে। তখনকার মতো গা-ঢাকা দিলেও পরে তার দলবল নিয়ে আসে অভিযুক্ত শংকর চক্রবর্তী। ওই মহিলার স্বামী ও পরিবারের উপর চরাও হয় সে। তার হাতে ছিল ধারাল অস্ত্র ও লাঠি। অভিযোগ, পরিবারের চার সদস্যকেই এলোপাতাড়ি কোপায় শংকর-সহ বেশ কয়েকজন। এমনকী, অভিযুক্তদের দায়ের কোপ ও লাঠির আঘাত  থেকে রেহাই মেলেনি ওই মহিলার বৃদ্ধা শাশুড়ি ও বাচ্চা ছেলেরও। তাদের উপরেও চরাও হয় অভিযুক্ত ও তার দলের লোকেরা।

[ প্রকাশিত উচ্চ মাধ্যমিকের ফল, এবার প্রথম জলপাইগুড়ির গ্রন্থন সেনগুপ্ত ]

প্রতিবেশীরা জানিয়েছেন, খবর পাওয়া মাত্রই তাঁরা ওই চারজনকে উদ্ধার করে বনগাঁ হাসপাতালে নিয়ে যান। আপাতত চারজন সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জমি নিয়ে দুই পরিবারের মধ্যে বিবাদ চলছিল। সম্ভবত সেই কারণেই গোটা ঘটনাটি ঘটে। শ্লীলতাহানির প্রতিবাদের প্রতিশোধ নিতেই হামলা করা হয় বলে অনুমান করা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু করেছে  পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ