Advertisement
Advertisement

রাজ্যে ফের রোহিঙ্গা অনুপ্রবেশ, গাইঘাটায় ধৃত ৪

ধৃতরা প্রত্যেকেই মায়ানমারের বাথারিডং এলাকার বাসিন্দা।

4 Rohingya Intruder held at Gaighata
Published by: Subhamay Mandal
  • Posted:December 15, 2018 6:30 pm
  • Updated:December 15, 2018 6:30 pm

নিজস্ব সংবাদদাতা, বনগাঁ: শুক্রবার রাতে গোপন সূত্রে হানা দিয়ে চার রোহিঙ্গাকে গ্রেপ্তার করল গাইঘাটা থানার পুলিশ। ধৃতদের মধ্যে দুই যুবতীও রয়েছে। ধৃতদের নাম আরশাদ, ইউনুস, আমিনা ও কায়াস বিবি। ধৃতরা প্রত্যেকেই মায়ানমারের বাথারিডং এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা যায়, ধৃতরা কয়েক দিন আগেই গাইঘাটা থানার ভারত-বাংলাদেশের আংরাইল সীমান্ত দিয়ে চোরাপথে এদেশে ঢুকে ছিল। তারপর স্থানীয় চাঁদপাড়া বাজার এলাকায় একটি গোপন ডেরায় আশ্রয় নেয়। দালাল মারফত মুম্বইয়ে গিয়ে কাজের উদ্দেশ্যেই ধৃতরা এই দেশে ঢুকেছিল বলে জানতে পারে পুলিশ। ধৃতদের শনিবার বনগাঁ আদালতে তুলে দুই যুবককে ফের হেফাজতে নেয় পুলিশ। ধৃতদের সঙ্গে কোনও সন্ত্রাসী কাজের যোগ আছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।

[পেট্রাপোল সীমান্তে ধৃত রোহিঙ্গা অনুপ্রবেশকারী]

প্রসঙ্গত, গত মাসে জাল পাসপোর্ট-সহ পেট্রাপোল সীমান্তে এক রোহিঙ্গা অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করে অভিবাসন দপ্তর। মায়ানমারের আরাকান প্রদেশের বাসিন্দা ওই যুবক ২০০৯ সালে বাংলাদেশ হয়ে চোরাপথে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করে। তারপর তেলেঙ্গানার হায়দরাবাদের রোয়া কলোনিতে অস্থায়ী ঠিকানায় বসবাস শুরু করে সে। সেখানে এক দালাল মারফত জাল ভোটার ও আধার কার্ড তৈরি করে খুব সহজেই ভারতীয় পাসপোর্ট জোগাড় করে ওই অনুপ্রবেশকারী। ওই পাসপোর্ট ব্যবহার করেই কয়েক বছর সৌদি আরবে শ্রমিকের কাজ করে যায় সে। সেখান থেকে ফিরে এসে ফের ভারতে বসবাস শুরু করে ধৃত।

Advertisement

[হায়দরাবাদ বিস্ফোরণ কাণ্ডের মূল চক্রী শেখ সমীরের মৃত্যুদণ্ড]

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ