Advertisement
Advertisement
TMC

কালনা বিজেপিতে বড়সড় ভাঙন! পদ্মশিবির ছেড়ে ঘাসফুলে পঞ্চায়েত সদস্য-সহ ৫০ জন

কেন এই শিবিরবদল?

50 bjp workers of kalna joins TMC
Published by: Tiyasha Sarkar
  • Posted:June 16, 2024 9:44 pm
  • Updated:June 16, 2024 9:44 pm

অভিষেক চৌধুরী, কালনা: লোকসভা ভোট মিটতে না মিটতেই কালনার বিজেপি শিবিরে ভাঙন। কালনা ১ নম্বর ব্লকের হাটকালনা পঞ্চায়েতের নিউ মধুবনের এক সভামঞ্চে তৃণমূলে যোগ দিলেন বিজেপির এক পঞ্চায়েত সদস্য সহ ৫০-এরও বেশি কর্মী-সমর্থক। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন কালনার তৃণমূল বিধায়ক দেবপ্রসাদ বাগ। উপস্থিত ছিলেন তৃণমূলের ব্লক সভাপতি শান্তি চাল, জেলা পরিষদের সদস্য আরতি হালদার-সহ অন্যান্যরা।

কালনা ১ নম্বর ব্লকের হাটকালনা পঞ্চায়েত বর্তমানে তৃণমূলের দখলে। ওই পঞ্চায়েতের নিউ মধুবন এলাকার ১০৭ নম্বর বুথে গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপির টিকিটে জয়লাভ করেন বিশ্বজিৎ মণ্ডল। রবিবার বিকালে ওই এলাকায় তৃণমূলের একটি সভা হয়। সেই সভায় তৃণমূলে যোগ দেন বিশ্বজিৎ মণ্ডল-সহ বিজেপির কর্মী-সমর্থকরা। উল্লেখ্য, গত ৯ই জুন কালনা ২ নম্বর ব্লকে বিজেপির যুব মোর্চার-সহ সভাপতি-সহ ৫১ জন তৃণমূলে যোগদান করেন। তার পরই এদিনের এই যোগদানে স্বাভাবিকভাবেই চিন্তায় বিজেপি।

Advertisement

[আরও পড়ুন: ভাঙলেন পণ! কোচবিহারে তৃণমূলের জয়ের পর মৎস্যমুখ রবীন্দ্রনাথের]

তৃণমূলে যোগ দেওয়া বিশ্বজিৎ মণ্ডলের কথায়, “নিউ মধুবনের উন্নয়নের স্বার্থে আমরা জোট বেঁধে তৃণমূলে যোগদান করেছি।” বিধায়ক দেবপ্রসাদ বাগ বলেন, “এলাকার উন্নয়ন করতে গেলে বিজেপিতে থেকে কিছু হবে না, তা বুঝতে পেরেই বিজেপির এক পঞ্চায়েত সদস্য তাদের কার্যকর্তাদের নিয়ে এদিন তৃণমূল কংগ্রেস যোগদান করেন।” ব্লক সভাপতি শান্তি চাল জানান, “তৃণমূলের উন্নয়নযজ্ঞে শামিল হতে এদিন বিজেপির পঞ্চায়েত সদস্য-সহ ৫২ জন তৃণমূলে যোগদান করেছেন।”

[আরও পড়ুন: মধ্যপ্রদেশে বিয়ারের কারখানায় শিশুশ্রমিক! হাতে-পায়ে পোড়ার ক্ষত, উদ্ধার ৫৮ বালক-বালিকা]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement