Advertisement
Advertisement
Purba Medinipur

রামনগরে বাঁশবাগানে সাত বছরের শিশুর যৌন হেনস্তা! এনকাউন্টারের দাওয়াই BJP নেতৃত্বের

পূর্ব মেদিনীপুরের রামনগর থানাতে তুমুল বিক্ষোভ শুরু হয়েছে।

7 yrs old girl allegedly harassed in Purba Medinipur

প্রতীকী ছবি।

Published by: Paramita Paul
  • Posted:January 12, 2025 10:07 am
  • Updated:January 12, 2025 10:16 am  

রঞ্জন মহাপাত্র, কাঁথি: সাত বছরের শিশুকে বাঁশবাগানে নিয়ে গিয়ে যৌন হেনস্তা! কাঠগড়ায় প্রতিবেশী যুবক। শনিবারের এই ঘটনাকে কেন্দ্র করে পূর্ব মেদিনীপুরের রামনগর থানাতে তুমুল বিক্ষোভ শুরু হয়েছে। অভিযুক্তকে এখনও গ্রেপ্তার করা হয়নি। এদিকে এই ঘটনায় এনকাউন্টারের দাওয়াইয়ের পক্ষে সওয়াল করেছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব।

প্রতিবেশী ও নির্যাতিতা শিশুটির মায়ের দাবি, গতকাল দুপুরে পাড়ার মোড়ে ভাইয়ের জন্য অপেক্ষা করছিল। তখনই প্রতিবেশী যুবক ফারুক কাজী তাকে পাশের বাঁশের বাগানে ফুঁসলে নিয়ে যায়। সেখানে ফারুক এবং আরও দুজন যুবক মিলে তার উপর নির্যাতন চালায় বলে অভিযোগ। এই ঘটনার পর থেকেই উত্তপ্ত রামনগর এলাকা। পরিবার ও প্রতিবেশীরা থানার বাইরে জড়ো হন।

Advertisement

ইতিমধ্যে রামনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ অভিযোগ পেয়ে যুবকের সন্ধানে তল্লাশি শুরু করেছে। হেনস্তার শিকার হওয়া শিশুটির পরিবার বিজেপির সঙ্গে যুক্ত বলে খবর। ঘটনার খবর পাওয়া মাত্র স্থানীয় বিজেপি নেতৃত্ব থানার বাইরে জড়ো হয়। ২৪ ঘণ্টার মধ্যে দোষী গ্রেপ্তার না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছে বিজেপি। তাদের দাবি, “যোগী রাজ্য হলে বলতাম এনকাউন্টার করে দিক। এখানেও এই অভিযুক্তদের এনকাউন্টার করা উচিত।”

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement