BREAKING NEWS

১৫ চৈত্র  ১৪২৯  বৃহস্পতিবার ৩০ মার্চ ২০২৩ 

READ IN APP

Advertisement

অন্য নারীতে মজে স্বামী, পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে শ্বাসরোধ করে ‘খুন’

Published by: Sayani Sen |    Posted: November 5, 2022 11:33 am|    Updated: November 5, 2022 1:02 pm

A housewife allegedly murdered by husband in Canning । Sangbad Pratidin

দেবব্রত মণ্ডল, বারুইপুর: অন্য মহিলার সঙ্গে স্বামীর প্রেম। তা মানতে পারেননি মহিলা। প্রতিনিয়ত প্রতিবাদ করতেন। আর সেটাই হল কাল। অভিযোগ, ওই অশান্তির জেরে স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করল স্বামী। দক্ষিণ ২৪ পরগনা ক্যানিং (Canning) থানার গোপালপুর পঞ্চায়েতের ধর্মতলা গ্রামের ঘটনায় গ্রেপ্তার অভিযুক্ত।

ক্যানিং থানার ধর্মতলা গ্রামের বাসিন্দা উম্মে হানির বিয়ে হয় বেশ কয়েকবছর আগে। সংসার দিব্যি চলছিল। তাঁদের দু’টি সন্তানও রয়েছে। তবে বিয়ের প্রায় আট বছর পর সম্পর্ক উষ্ণতা হারায়। অভিযোগ, অন্য মহিলার প্রেমে পড়ে রবিউল। তার প্রতিবাদ করেন গৃহবধূ। আর তা নিয়ে চলছিল অশান্তি।

[আরও পড়ুন: ফের ‘মানবিক’ অভিষেক, ছোট্ট মেয়ের চোখে অদ্ভুত চশমা দেখে নিলেন চিকিৎসার দায়িত্ব]

সেই অশান্তির জেরে স্ত্রী উম্মে হানিকে শ্বাসরোধ করে রবিউল খুন করে বলেই অভিযোগ। মাকে সংজ্ঞাহীন অবস্থায় পড়ে থাকতে দেখে কান্নাকাটি শুরু করে শিশুরা। কান্নার শব্দ পেয়ে প্রতিবেশীরা জড়ো হয়ে যায়। ঘটনার খবর পায় ক্যানিং থানার পুলিশ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। ওই গৃহবধূকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

মৃতার মা জানান, রবিউল অন্য মহিলার সঙ্গে পরকীয়া করত। তার প্রতিবাদ জানান উম্মে হানি। তা নিয়ে অশান্তি হত। অশান্তি বিরাটাকার ধারণ করায় খুন করা হয়েছে। অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানান তিনি। নিহত মেয়ের সন্তানেরা এখন কীভাবে জীবনযাপন করবে, তা নিয়ে চিন্তিত মৃতার মা। এই ঘটনায় ক্যানিং থানার পুলিশ রবিউলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

[আরও পড়ুন: ফের রবীন্দ্র সরোবরে দুর্ঘটনা, অনুশীলনের সময় উলটে গেল রোয়িং বোট, বড় বিপদ থেকে রক্ষা]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে