Advertisement
Advertisement

রামরাজাতলা স্টেশনে লাইনচ্যুত লোকাল ট্রেন, ব্যাহত রেল চলাচল

দুর্ঘটনার জেরে সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনে ভোগান্তির শিকার যাত্রীরা৷

A Local train derailed
Published by: Sayani Sen
  • Posted:December 10, 2018 5:23 pm
  • Updated:December 10, 2018 5:32 pm

নব্যেন্দু হাজরা: লোকাল ট্রেন লাইনচ্যুত হওয়ায় দক্ষিণ-পূর্ব শাখায় ব্যাহত পরিষেবা৷ সোমবার দুপুরে সাঁতরাগাছি কারশেড থেকে একটি লোকাল ট্রেন টিকিয়াপাড়ার দিকে যাচ্ছিল৷ রামরাজাতলা স্টেশনের কাছে ওই ট্রেনটি লাইনচ্যুত হয়৷ ওই ট্রেনের একটি বগি লাইনের পাশে থাকা বিদ্যুতের পোস্টে ধাক্কা মারে৷ ট্রেনটিতে যাত্রী না থাকায় হতাহতের কোনও খবর নেই৷

[৯টি পণ্যে জি আই তকমা নিয়ে দেশের মধ্যে শীর্ষে বাংলা]

সোমবার দুপুর ৩ টে ৫০ মিনিট নাগাদ সাঁতরাগাছি থেকে একটি লোকাল ট্রেন টিকিয়াপাড়া কারশেডের দিকে আসছিল৷ অত্যন্ত দ্রুত গতিতেই আসছিল ট্রেনটি৷ রামরাজাতলা স্টেশনের কাছে আচমকাই ট্রেনটি লাইনচ্যুত হয়৷ এই অবস্থাতেই বেশ কিছুটা এগিয়েও যায় লোকাল ট্রেনটি৷ আচমকাই রেললাইনের পাশে থাকা একটি ওভারহেড বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে একটি বগি৷ থেমে যায় ট্রেনটি৷ সেই সময় স্টেশনে থাকা যাত্রীরা চিৎকার চেঁচামেচি শুরু করেন৷ খবর পৌঁছায় রেল আধিকারিকদের কাছে৷ কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে জড়ো হন তাঁরা৷ ঘটনাস্থলে পৌঁছেছেন ইঞ্জিনিয়াররাও৷ রেল আধিকারিকদের উপস্থিতিতে কর্মীরা দুর্ঘটনাগ্রস্ত বগিটিকে সরানোর কাজ শুরু করেছেন৷ এই ঘটনার জেরে দক্ষিণ-পূর্ব শাখার ডাউন লাইনে পুরোপুরি বন্ধ রেল চলাচল৷ আপ লাইনে ধীরে ধীরে চলছে ট্রেন৷ দক্ষিণ-পূর্ব শাখার মুখ্য জনসংযোগ আধিকারিক সঞ্জয় ঘোষ জানান, খুব তাড়াতাড়ি রেল চলাচল স্বাভাবিক হবে৷ 

Advertisement

[মিটিং সেরে ফেরার পথে খুন বিজেপি কর্মী, চাঞ্চল্য দুর্গাপুরে]

দুর্ঘটনাগ্রস্ত ওই লোকাল ট্রেনটিতে কোনও যাত্রী ছিলেন না৷ যাত্রী থাকলে ঘটতে পারত বড় কোনও অঘটন৷ দুর্ঘটনা না ঘটলেও, সিগন্যালিংয়ের সমস্যা, অতিরিক্ত দূরপাল্লার ট্রেনের চাপে এই শাখায় ট্রেন সময়মতো চলে না৷ অফিস যাওয়ার সময় বা বাড়ি ফেরার সময় প্রতিদিনই সমস্যায় পড়েন যাত্রীরা৷ তার জেরে ক্ষোভেরও অন্ত নেই তাঁদের৷ এই অভিযোগে দিন কয়েক আগেই হাওড়া-আমতা লোকালের যাত্রীরা টিকিয়াপাড়া স্টেশনে রেল অবরোধ করেন৷ ভাঙচুর করা হয় হাওড়া স্টেশনেও৷ যদিও তাতেও সমস্যার সমাধান হয়নি৷ এদিকে, সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিন সোমবার বিকেলের এহেন বিপত্তিতে যাত্রীদের বাড়তি দুর্ভোগের শিকার হওয়ার সম্ভাবনা এড়িয়ে যাওয়া যাচ্ছে না৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ