Advertisement
Advertisement

Breaking News

বৃহন্নলা

অর্থ উপার্জনের লক্ষ্যে রূপবদল, মারধর করে পুলিশের জালে বৃহন্নলাবেশী সমকামী পুরুষ

অর্থ উপার্জনের জন্যই বৃহন্নলার বেশ নিয়েছিল মৃত্যুঞ্জয়।

A man allegedly beaten up in south 24 pargana's goshaba area.
Published by: Tiyasha Sarkar
  • Posted:June 29, 2019 7:22 pm
  • Updated:June 29, 2019 7:22 pm

দেবব্রত মণ্ডল, বারুইপুর: বৃহন্নলা সেজে বাড়ি বাড়ি গিয়ে টাকা আদায়, এলাকার মহিলা ও পুরুষদের উত্যক্ত করার অভিযোগ এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্তের কারসাজি টের পেয়ে প্রতিবাদ করায় আক্রান্ত হলেন এক ব্যক্তি। চাঞ্চল্যকর ঘটনা দক্ষিণ ২৪ পরগনার গোসাবা থানার কাটাখাল গ্রামের। ইতিমধ্যেই ২ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে গোসাবা থানার পুলিশ।

[আরও পড়ুন: এলাকার দখলকে ঘিরে উত্তপ্ত মঙ্গলকোট, তৃণমূল নেতাদের বাড়িতে দুষ্কৃতী তাণ্ডব]

সাদা শাড়ি, কপালে লাল টিপ – পরিপাটি সাজে এক বৃহন্নলাকে মাঝেমধ্যেই দেখা যেত গোসাবা এলাকায়। তার নাম মৃত্যুঞ্জয় মজুমদার৷ কয়েকজনকে সঙ্গে নিয়ে এলাকার বিভিন্ন বাড়ি গিয়ে টাকা তুলতেও দেখা যেত তাকে। ওই এলাকারই বাসিন্দা দীপঙ্কর দেবনাথ নামে এক ব্যক্তির বাড়িতে অবাধ যাতায়াত ছিল তার। এক পর্যায়ে দীপঙ্করবাবুর স্ত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে সে। অভিযোগ, একইসঙ্গে দীপঙ্করবাবুর সঙ্গেও সম্পর্ক তৈরি হয় তার। ব্যবসা সংক্রান্ত নানা তথ্যও আদানপ্রদান করতে থাকেন তাঁরা৷ 

Advertisement

কিছুদিন পর ওই দম্পতি বুঝতে পারেন, মৃত্যুঞ্জয় আদতে পুরুষ৷ কিন্তু ব্যবসা সংক্রান্ত কারণে সব জেনেও মৃত্যুঞ্জয়ের বিরোধিতা করেননি তাঁরা৷ তবে দীপঙ্করের বাড়িতে মৃত্যুঞ্জয়ের আনাগোনা ভালভাবে দেখতেন না স্থানীয়রা। জানা গিয়েছে, শুক্রবার মৃত্যুঞ্জয় দীপঙ্করের বাড়িতে গেলে তাকে এলাকায় যেতে বারণ করেন পরিমল দেবনাথ নামে এক ব্যক্তি। এতেই ক্ষোভে ফেটে পড়ে মৃত্যুঞ্জয়, দীপঙ্কর ও তাঁর স্ত্রী। এরপরই লোহার রড নিয়ে ওই ব্যক্তির উপর চড়াও হয় মৃত্যুঞ্জয় ও দীপঙ্কর। চলে মারধর৷ রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা পরিমলবাবুকে উদ্ধার করে হাসপাতালে ভরতি করে।

Advertisement

[আরও পড়ুন: ‘পুলিশ এবার বাড়িতে বউয়ের হাতেও মার খাবে’, জনসভায় ফের বিস্ফোরক দিলীপ ঘোষ]

খবর পেয়ে ঘটনাস্থলে যায় গোসাবা থানার পুলিশ। সেখান থেকেই গ্রেপ্তার করা হয় মৃত্যুঞ্জয় ও দীপঙ্করকে। পুলিশ হেফাজতে মৃত্যুঞ্জয়কে নিয়ে ঝক্কি পোহাতে হয়৷ তার পরনে শাড়ি থাকায় তাকে কোন সেলে রাখা হবে, তা নিয়ে সমস্যা দেখা দেয়। পরে পোশাক পরিবর্তন করিয়ে পুরুষ বন্দিদের সঙ্গেই রাখা হয় তাকে। পুলিশ সূত্রে খবর, ক্যানিংয়ের বাসিন্দা মৃত্যুঞ্জয় আদতে সমকামী। অর্থ উপার্জনের জন্যই বৃহন্নলার বেশ নিয়েছিল সে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ। 

সমকামী কিংবা বৃহন্নলাদের আইনি অধিকার যতই সুরক্ষিত হোক, সমাজে তাঁদের খুব ভালভাবে থাকার মতো জায়গা এখনও তৈরি হয়নি৷ নানা সময়েই নানাভাবে আক্রান্ত হন তাঁরা৷ তারউপর এরকম প্রতারণার ঘটনা৷ স্বভাবতই রোষ বাড়ছে৷ সবমিলিয়ে, ক্যানিংয়ের এই ঘটনা সমাজের চোখে বৃহন্নলাদের আরও ছোট করে দিল, তা বলাই যায়৷      

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ