Advertisement
Advertisement
খুন

নৃশংস! খুনের পর জামাইয়ের চোখ উপড়ে নিল শ্বশুরবাড়ির সদস্যরা

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

A man allegedly killed in his in-laws house in nadia

ছবি: প্রতীকী।

Published by: Tiyasha Sarkar
  • Posted:February 9, 2020 12:07 pm
  • Updated:February 9, 2020 12:07 pm

বাবুল হক, মালদহ: নৃশংসভাবে জামাইকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে। হত্যার পর হাঁসুয়া দিয়ে ওই ব্যক্তির চোখ উপড়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ। খবর পেয়েই দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত।

মালদহের মঙ্গলবাড়ি এলাকার বাসিন্দা আনন্দ প্রামাণিক। ফরাক্কায় একটি আলমারি কারখানায় কাজ করতেন তিনি। জানা গিয়েছে, কোনওদিনই ধরেই শ্বশুরবাড়ির সদস্যদের সঙ্গে বনিবনা ছিল না তাঁর। মাঝে মধ্যেই অশান্তি হত। তা সত্ত্বেও অনুষ্ঠানে যোগ দিতে তিলডাঙা কেশবপুরে শ্বশুরবাড়িতে গিয়েছিলেন তিনি। এরপর শনিবার বিকেলে আশঙ্কাজনক শ্বশুরবাড়ির সদস্যরাই ওই ব্যক্তিকে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। এই খবর পেয়েই শ্বশুরবাড়ির বিরুদ্ধে আনন্দকে খুনের অভিযোগ তোলেন মৃতের বৌদি। তাঁর কথায়, পরিকল্পনা মাফিক খুন করা হয়েছে তাঁর দেওরকে।

Advertisement

[আরও পড়ুন: ৫ মাস আগে নিখোঁজ যুবক, রেললাইনের ধারে ঝোপ থেকে উদ্ধার কঙ্কাল]

মৃতার বৌদি জানান, আনন্দের শ্বশুরবাড়ির লোকেরা একবার বলছেন রেলে কাটা পড়ে মৃত্যু হয়েছে। কখনও বলছে ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছে কখনও আবার খুনের কথাও বলছেন। কিন্তু অশান্তির কারণেই খুনই করা হয়েছে আনন্দকে অভিযোগ তাঁর। ইতিমধ্যেই মৃতের পরিবারের তথ্যের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই স্পষ্ট হবে যে কীভাবে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির, জানালেন তদন্তকারীরা।

Advertisement

[আরও পড়ুন: তৃণমূলে যোগ দিচ্ছেন ছত্রধর? পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে গোপন বৈঠকের পর তুঙ্গে জল্পনা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ