BREAKING NEWS

৯ আশ্বিন  ১৪৩০  বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩ 

READ IN APP

Advertisement

মেলা থেকে ফেরার পথে গণধর্ষণের শিকার কুলতলির নাবালিকা! গ্রেপ্তার নাবালক-সহ ২

Published by: Tiyasha Sarkar |    Posted: February 17, 2023 9:45 am|    Updated: February 17, 2023 9:45 am

A minor girl of kultali allegedly gang raped on last night | Sangbad Pratidin

ছবি: প্রতীকী

দেবব্রত মণ্ডল, বারুইপুর: ফের মেলা থেকে ফেরার পথে নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ। এবার ঘটনাস্থল দক্ষিণ ২৪ পরগনার কুলতলি (Kultali)। নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে ২ অভিযুক্তকে। তাদের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছে পরিবার।

জানা গিয়েছে, কুলতলির ঝিঙেতলার বাসিন্দা নির্যাতিতা নাবালিকা। বয়স ১২ বছর। বৃহস্পতিবার সন্ধেয় তার মা বাড়িতে ছিলেন না। এদিকে একাই এলাকার মেলায় গিয়েছিল নাবালিকা। অভিযোগ, ফেরার সময় দুজন তাকে জোরপূর্বক জঙ্গলে নিয়ে যায়। সেখানে তাকে গণধর্ষণ করা হয়। এরপর নাবালিকাকে রাস্তায় ফেলে চম্পট দেয় অভিযুক্তরা। এদিকে নাবালিকার মা বাড়ি ফিরে তার খোঁজ করে, কিন্তু কোথাও মেয়ের দেখা পাননি তিনি।

[আরও পড়ুন: ‘জঙ্গলসুন্দরী শিল্পনগরী’তে লক্ষ লক্ষ কর্মসংস্থান, পঞ্চায়েত ভোটের আগে ঘোষণা মুখ্যমন্ত্রীর]

এদিকে রাস্তায় নাবালিকাকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তাঁরাই তাকে উদ্ধার করে নিয়ে যায় বাড়িতে। পরে নাবালিকাই জানায় গোটা বিষয়টা। এরপরই অভিযুক্তদের বিরুদ্ধে কুলতলি থানার দ্বারস্থ হয় নাবালিকার পরিবার। রাতেই তাদের গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের মধ্যে একজন নাবালক। নির্যাতিতার মা বলেন, “অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। ওদের কঠিন শাস্তি চাই।” পুলিশের তরফে জানানো হয়েছে, অভিযোগ পাওয়া মাত্রই অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। নাবালিকার শারীরিক পরীক্ষা করা হবে। 

[আরও পড়ুন: রোগীর গায়ে খেলা করছে ইঁদুর! মালদহ মেডিক্যালের ভাইরাল ভিডিও ঘিরে জোর শোরগোল]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে