কৃষ্ণ কুমার দাস: আর্থিক দুর্নীতির অভিযোগ আসতেই নবজোয়ারের যাত্রাপথ থেকেই এক পঞ্চায়েত প্রধানকে পদ থেকে অপসারণের নির্দেশ দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায় পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের পদুমপুর ১ গ্রাম পঞ্চায়েতে। রোড শো করে অভিষেক নন্দকুমার হয়ে ময়না যাওয়ার পথে তমলুকের মিরিকপুরে জনতার অভিনন্দন নিচ্ছিলেন। আর ঠিক তখনই রাস্তার পাশে ভিড়ের মধ্যে দাড়িয়ে থাকা শতাধিক মহিলা এসে পদুমপুর পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের প্রধান মানসী দাসের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ করেন। একই সঙ্গে প্রধান এলাকায় দীর্ঘদিন ধরে রাস্তা, জলের কোনও ব্যাবস্থা করছেন না বলেও স্মারকলিপি দেন মহিলারা। প্রত্যক্ষদর্শিরা জানিয়েছেন, মহিলারা যখন অভিষেককে অভিযোগ জানাচ্ছিলেন তখন একটু দূরে দলীয় কর্মীদের সঙ্গে ভিড়ের মধ্যে দাড়িয়ে ছিলেন মানসী নিজেও।
[আরও পড়ুন: ‘আমায় শেষ করতে চায় শুভেন্দু’, বিস্ফোরক লক্ষ্ণণ শেঠ, কী প্রতিক্রিয়া কুণাল ঘোষের?]
কিন্তু একে দুর্নীতি সঙ্গে অনুন্নয়ন, দুই অভিযোগ একসঙ্গে আসতেই সঙ্গে সঙ্গে অভিযুক্ত প্রধানকে পদ থেকে ইস্তফা দিতে দলের জেলা নেতৃত্বকে নির্দেশ পাঠান অভিষেক। এরপর রাত সোয়া আটটায় তমলুক বিডিওকে ইস্তফাপত্র পাঠিয়ে দেন মানসী।
তিনি বলেন, “মোদি সরকার শুধু তাড়াহুড়ো করে ‘বন্দে ভারত’ এক্সপ্রেস চালু করছে, বিদেশ থেকে নজরদারির জন্য পেগাসাস সফটওয়্যার কিনছে কিন্তু, রেলের আধুনিকীকরণে কোনও কাজ করছে না। এর ফল ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে। আমি মৃতদের পরিবারকে আন্তরিক সমবেদনা জানাচ্ছি। তাদের পাশে রয়েছি।’’