Advertisement
Advertisement

এবার ওড়িশায় রহস্যমৃত্যু বাঙালি শ্রমিকের, উদ্ধার ঝুলন্ত দেহ

শোকের ছায়া বাঁকুড়ার বড়জোড়ায়।

A resident of Bankura died unnatural death in Odisha's Rawolkella
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 2, 2018 3:06 pm
  • Updated:January 2, 2018 3:06 pm

টিটুন মল্লিক ও অরূপ বসাক: ফের ভিন রাজ্যে বাঙালি শ্রমিকের রহস্যমৃত্যু। এবার ওড়িশায়। রাউরকেল্লায় ভাড়াবাড়ি থেকে উদ্ধার হল বাঁকুড়ার শ্যামল মণ্ডলের ঝুলন্ত দেহ। নিহতের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন বিষ্ণুপুরের তৃণমূল সাংসদ সৌমিত্র খাঁ। এদিকে, তামিলনাড়ুতে দুর্ঘটনায় প্রাণ হারালেন আলিপুরদুয়ারের সরোজ থাপা।

[রাজস্থানের পর এবার কেরলে রহস্যমৃত্যু বাঙালি শ্রমিকের, ইন্দাসে শোকের ছায়া]

Advertisement

বাঁকুড়ার বড়জোড়ার পিংরুই গ্রামে বাড়ি মৃত শ্যামল মণ্ডলের। আগে আলিপুরদুয়ারে একটি নির্মাণ সংস্থায় শ্রমিকের কাজ করতেন তিনি। মাস ছয়েক আগে রাউরকেল্লার ওই নির্মাণ সংস্থার শ্রমিক হিসেবে কাজ যোগ দিয়েছিলেন শ্যামল। ওই সংস্থাতেই কাজ পেয়েছিলেন বাঁকুড়ারই গঙ্গাজলঘাঁটির বাসিন্দা শান্তিময় গোরও। রাউরকেল্লায় একটি ভাড়াবাড়িতে শ্যামলের পাশের ঘরে থাকতেন তিনি।শান্তিময় গোর জানিয়েছেন, গত কয়েক দিন ধরেই কোনও কারণে খুবই আতঙ্কে ছিলেন বছর বাইশের ওই তরুণ। ওই ভাড়াবাড়িতে সংস্থাটির প্রায় ৩০ জন নির্মাণকর্মী থাকেন। সোমবার কাজ থেকে ফিরে ঘটনার কথা জানতে পারেন শান্তিময়বাবু। ঘরের ভিতর শ্যামল মণ্ডলের ঝুলন্ত দেহ দেখতে পান তিনি।

Advertisement

[অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছেন মোদি, লক্ষ টাকার মেসেজে হুলস্থূল এগরায়]

এদিকে মঙ্গলবার গ্রামের ছেলের মৃত্যু খবরে শোকের ছায়া নেমেছে বাঁকুড়ার বড়জোড়ার পিংরুই গ্রামে। একমাত্র রোজগেরে ছেলেকে হারিয়ে দিশেহারা শ্যামল মণ্ডলের পরিবার। জানা গিয়েছে, মাস সাতেক আগে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিলেন শ্যামল মণ্ডলের দাদা বাপি মণ্ডল। এদিকে ঘটনার খবর পেয়ে মঙ্গলবার সকালে নিহতের বাড়িতে যান স্থানীয় পঞ্চায়েত প্রধান ও তৃণমূলের নেতারা। শ্যামল মণ্ডলের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। বাঁকুড়া পুলিশ সুপার সুখেন্দু হীরা বলেন,‘মৃত্যুর খবর পেয়েছি। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।’ প্রসঙ্গত, ডিসেম্বরেই রাজস্থানে শ্রমিকের কাজ করতে গিয়ে রহস্যজনকভাবে মারা গিয়েছিলেন হেমন্ত রায় নামে এক শ্রমিক। তিনিও বাঁকুড়া জেলারই বাসিন্দা ছিলেন।

[বিবাহ-বর্হিভূত সম্পর্কের প্রতিবাদ করাতেই কি খুন কিশোর? চাঞ্চল্য করিমপুরে]

এদিকে আবার তামিলনাড়ুতে দুর্ঘটনার মারা গেলেন আরও একজন বাঙালি শ্রমিক। মৃতের নাম সরোজ থাপা। আলিপুরদুয়ারের বাসিন্দা তিনি। গত রবিবার সেখানে একটি নির্মীয়মাণ বাড়ির তিনতলা থেকে পড়ে মৃত্যু হয় বছর বাইশের ওই তরুণের।

[বল ভেবে বোমা নিয়ে খেলতে গিয়ে বিস্ফোরণ, গুরুতর আহত ১ শিশু]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ