অরিজিৎ গুপ্ত, হাওড়া: করোনার (Coronavirus) দাপট খানিকটা কমতে না কমতেই নয়া আতঙ্ক ডেঙ্গু। এবার বেলুড়ে ডেঙ্গুর বলি ৬ মাসের শিশু কন্যা। এই শিশুটিকে নিয়ে এখনও পর্যন্ত হাওড়া ও বালি পুরসভা এলাকায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৫।
কয়েকদিন ধরেই জ্বর ছিল শিশুটির। গত ১ সেপ্টেম্বর বেলুড় থানা এলাকার ঘুসুড়ির ৮৬ নম্বর জয়বিবি রোডের বাসিন্দা নূর আকসার রক্ত পরীক্ষা করা হলে রিপোর্টে ডেঙ্গু ধরা পড়ে। ২ সেপ্টেম্বর শিশুটিকে কলকাতার মেডিক্যাল কলেজ হাসপাতালে ভরতি করা হয়। সেখানেই চিকিৎসাধীন ছিল শিশুকন্যাটি। বুধবার রাতে ওই হাসপাতালে তার মৃত্যু হয়। শিশুটির ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ হিসেবে ডেঙ্গুর কথা উল্লেখ করা হয়েছে।
শিশুটির বাবা গুলাম জারকানি বৃহস্পতিবার জানালেন, গত ২২ আগস্ট থেকে সর্দি-কাশি ও জ্বরে ভুগছিল শিশুটি। স্থানীয় চিকিৎসকের পরামর্শে ওষুধ খেলেও কমছিল না। তিনিই এক্স রে ও রক্তপরীক্ষা করতে বলেন। পরীক্ষা করানোর পরই ডেঙ্গু ধরা পড়ে ও তাঁর শিশুকে হাসপাতালে ভরতি করতে হয়।
প্রসঙ্গত, গত ৬ সেপ্টেম্বর বালি পুরসভার এই ওয়ার্ডেই আরও এক যুবকের ডেঙ্গুতে মৃত্যু হয়েছিল। ফের এক জনের ডেঙ্গুতে মৃত্যু প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। বালি পুরসভার তরফে মৃত্যুর কারণ খতিয়ে দেখে এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আশ্বাস দেওয়া হয়েছে। নূর আকসাকে নিয়ে হাওড়া ও বালি পুরসভা এলাকায় ডেঙ্গু আক্রান্ত হয়ে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত মোট ৫ জনের মৃত্যু হল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.