বাবুল হক, মালদহ: ভাড়া নিয়ে গণ্ডগোলের জের। পুলিশ ফাঁড়ির অদূরেই টোটোচালককে হাঁসুয়া দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ মদ্যপ যাত্রীদের বিরুদ্ধে। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে মালদহের ইংরেজবাজার থানার মহদিপুরের বেলবাড়িঘাট এলাকায়। অভিযুক্তদের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, মৃত টোটোচালকের নাম কাজল ঘোষ। বাড়ি মালদহের ইংরেজ রামকেলির বারোদুয়ারি এলাকায়। মঙ্গলবার রাতে টোটো নিয়ে বেরিয়েছিলেন কাজল। শ্যামল মণ্ডল, বিমল মণ্ডল-সহ বেশ কয়েকজন মদ্যপ যাত্রীকে টোটোতে তোলাই কাল হয়। তাঁদের নামানোর পর ভাড়া চান কাজল। অভিযোগ, ভাড়া দিতে অস্বীকার করে তাঁরা। এরপরই টোটোচালকের সঙ্গে শুরু হয় অশান্তি। ক্রমশ চরমে ওঠে ঝামেলা। অভিযোগ, একপর্যায়ে হাঁসুয়া দিয়ে টোটোচালককে কোপায় যাত্রীরা।
রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন কাজল। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করা হলেও লাভ হয়নি। পথেই মৃত্যু হয় কাজল ঘোষের। এই ঘটনায় শ্যামল মণ্ডল, বিমল মণ্ডল-সহ বেশ কয়েকজনের নামে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি। পুলিশ জানিয়েছে, দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.