Advertisement
Advertisement

Breaking News

Cooch Behar

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে উধাও যুবক! ১১ দিন ধরে প্রেমিকের বাড়ির সামনে ধরনা তরুণীর

বিয়ে না করলে আত্মহত্যার হুমকি দিয়েছেন তরুণী।

A woman stage protest in front of her boyfriends house in Cooch Behar | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:March 27, 2022 5:15 pm
  • Updated:March 27, 2022 5:15 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আচমকা উধাও হয়ে গিয়েছে প্রেমিক। কোনওভাবেই যোগাযোগ করতে পারেননি তরুণী। তাই বাধ্য হয়ে প্রেমিকের হদিশ পেতে তার বাড়ির বাইরে ধরনায় বসলেন প্রেমিকা। যদিও ১১ দিন পেরিয়ে গেলেও এখনও দেখা মেলেনি যুবকের। ঘটনাকে কেন্দ্র করে তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে কোচবিহারে (Cooch Behar)। এদিকে অবিলম্বে বিয়ে না করলে আত্মহত্যার হুমকি দিয়েছেন তরুণী।

জানা গিয়েছে, কোচবিহারের নয়ারহাটের কিশাগঞ্জের বাসিন্দা গৌরাঙ্গ বর্মন। কোচবিহারেরই কিশামতদশের এক যুবতীর সঙ্গে সোশ্যাল মিডিয়ায় পরিচয় হয় ওই যুবকের। ধীরে ধীরে শুরু হয় কথাবার্তা। ক্রমেই ঘনিষ্ঠতা বাড়ে তাঁদের। প্রণয়ের সম্পর্কে জড়িয়ে পড়েন তাঁরা। প্রেমিকাকে বিয়ের প্রতিশ্রুতিও দেয় গৌরাঙ্গ। তরুণীর অভিযোগ, আচমকাই উধাও হয়ে যায় গৌরাঙ্গ। শত চেষ্টা করেও প্রেমিকের সঙ্গে যোগাযোগ করতে পারেননি তরুণী। এরপরই কিশাগঞ্জে গৌরাঙ্গের বাড়ির সামনে চলে আসেন তিনি।

Advertisement

[আরও পড়ুন: দেউচা-পাচামি প্রকল্প রুখতেই রামপুরহাট কাণ্ড! ফের বৃহত্তর ষড়যন্ত্রের অভিযোগ মমতার

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে ধরনায় বসেন তরুণী। জানা গিয়েছে, তরুণী ১১ দিন ধরে ধরণায় বসলেও এখনও দেখা পাননি প্রেমিকের। এখনও গৌরাঙ্গ বেপাত্তা বলেই খবর। এবিষয়ে তরুণীর প্রেমিকের পরিবারও নির্বিকার। পুলিশের তরফে জানানো হয়েছে, এবিষয়ে এখনও থানায় কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। সেই কারণে তাঁদের তরফে আইনি কোনও পদক্ষেপ করা হয়নি। তবে পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে দুইপক্ষের সঙ্গে কথা বলেছে বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে গিয়েছেন মহিলা কমিশনের সদস্যরাও।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, যুবকের বাবা-মায়ের দাবি গৌরাঙ্গ চাকরি সূত্রে বাইরে রয়েছেন। ছেলের সঙ্গে ওই তরুণীর সম্পর্কের বিষয়টি জানা নেই বলেই জানিয়েছেন তিন। উল্লেখ্য, হারানো ভালবাসা ফিরে পেতে ধরনার পথে প্রথম হেঁটেছিলেন ধূপগুড়ির অনন্ত। শেষমেশ ফিরে পেয়েছিলেন প্রেমিকাকে। তাঁর পথে হেঁটে অনেকেই হারানো প্রেম ফিরে পেতে ধরনা দিয়েছেন। কেউ সফল হয়েছেন, কেউ হননি।

[আরও পড়ুন: ‘কথা কম, কাজ বেশি, সামনে পঞ্চায়েত ভোট’, শিলিগুড়িতে দাঁড়িয়ে জনপ্রতিনিধিদের বার্তা মুখ্যমন্ত্রীর

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ