Advertisement
Advertisement

Breaking News

Moloy Ghatak

মন্ত্রী মলয় ঘটকের বাড়ি ভাঙচুর, ‘আমাকে কেউ পাঠায়নি’, দাবি হামলাকারীর

খোদ মন্ত্রীর বাড়িতে হামলার ঘটনায় বড়সড় প্রশ্নচিহ্নের মুখে নিরাপত্তা।

A young man detained for allegedly attacked minister Moloy Ghatak's office
Published by: Sayani Sen
  • Posted:January 22, 2025 5:43 pm
  • Updated:January 22, 2025 6:19 pm  

শেখর চন্দ্র, আসানসোল: মন্ত্রী মলয় ঘটকের আসানসোলের আপনার গার্ডেনের বাড়িতে হামলা। তাঁর বাড়ির অফিসের টেবিলের কাচ ভাঙচুর করা হয় বলেই অভিযোগ। এই ঘটনায় এক যুবককে আটক করেছে আসানসোল দক্ষিণ থানার পুলিশ। খোদ মন্ত্রীর বাড়িতে হামলার ঘটনায় স্বাভাবিকভাবেই বড়সড় প্রশ্নচিহ্নের মুখে নিরাপত্তা। তবে আইনমন্ত্রীর চোটাঘাত লাগেনি। তিনি সম্পূর্ণ নিরাপদ রয়েছেন।

বুধবার দুপুরে এক যুবক মন্ত্রীর আসানসোলের আপনার গার্ডেনের বাড়ির সামনে পৌঁছয়। মন্ত্রীর সঙ্গে দেখা করতে চায় সে। তবে সাক্ষাতের জন্য আগাম সময় চেয়ে রাখা ছিল না যুবকের। সে কারণে নিরাপত্তারক্ষী তাকে বাধা দেয়। অভিযোগ, কিছুক্ষণের মধ্যে নিরাপত্তারক্ষীদের চোখে ধুলো দিয়ে মন্ত্রীর বাড়ি লাগোয়া অফিসে ঢুকে পড়ে ওই যুবক। মন্ত্রীর কার্যালয়ে থাকা টেবিলের কাচ ভাঙে সে। ভাঙচুরের শব্দ শুনে দৌড়ে আসেন নিরাপত্তারক্ষীরা। তাকে হাতেনাতে পাকড়াও করা হয়।

Advertisement

খবর পেয়ে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি সেন্ট্রাল ধ্রুব দাস, এসিপি সেন্ট্রাল বিশ্বজিৎ নস্করের নেতৃত্বে আসানসোল দক্ষিণ থানার বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। মন্ত্রীর বাসভবনে নিরাপত্তা স্বাভাবিকভাবেই অনেক বেশি। তা সত্ত্বেও ওই যুবক ঢুকে পড়ার ঘটনায় বড়সড় প্রশ্নচিহ্নের মুখে পুলিশি নিরাপত্তা। তা সত্ত্বেও কীভাবে সে ঢুকে পড়ল, তা নিয়ে প্রশ্ন উঠছে। যদিও ওই যুবকের দাবি, তাকে কেউ পাঠায়নি। মন্ত্রীর সঙ্গে দেখা করার সুযোগ না পাওয়ার পর এই কাজ করেছে সে। যদিও পুলিশের তরফে এই ঘটনাটিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে। ওই যুবকের অন্য কোনও উদ্দেশ্য ছিল কিনা, তা তদন্ত করে দেখছে পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement