Advertisement
Advertisement

Breaking News

Mahestala

লুকিয়ে প্রেমিকার সঙ্গে দেখা! যুবককে পিটিয়ে খুনের অভিযোগ, রণক্ষেত্র মহেশতলা

তরুণীর বাড়িতে আগুন উত্তেজিত জনতার।

A youth allegedly killed by lovers family in mahestala | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:October 6, 2023 11:16 am
  • Updated:October 6, 2023 11:16 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যুবককে পিটিয়ে খুনের অভিযোগ প্রেমিকার পরিবারের বিরুদ্ধে। ঘটনাটিকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা মহেশতলা এলাকায়। যুবকের দেহ বাড়িতে ফিরতেই তরুণীর বাড়িতে আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা। ঘটনাস্থলে মোতায়েন প্রচুর পুলিশ।

জানা গিয়েছে, মৃত যুবক মহেশতলা এলাকার বাসিন্দা। রবীন্দ্রনগর থানার অন্তর্গত আকড়া ফটক ফুলতলা বস্তি সংলগ্ন এলাকার এক তরুণীর সঙ্গে প্রণয়ের সম্পর্ক ছিল ওই যুবকের। প্রায়ই নাকি মধ্যরাতে প্রেমিকার বাড়িতে যেতেন যুবক। তা প্রতিবেশীদের নজরেও পড়ে। তাঁরাই তরুণীর পরিবারের সদস্যদের বিষয়টি জানান। এর পরই হাতেনাতে ধরার জন্য অপেক্ষা করে পরিবারের সদস্যরা। এই পরিস্থিতিতে গত ৩ অক্টোবর রবীন্দ্রনগর তরুণীর বাড়ির সামনে যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। প্রথমে তাঁকে গার্ডেনরিচ স্টেট জেনারেল হাসপাতাল এবং পরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ৪ তারিখ সেই বেসরকারি হাসপাতালেই ছেলেটির মৃত্যু হয়।

Advertisement

[আরও পড়ুন: সিকিমে বেড়াতে গিয়ে ‘নিখোঁজ’ বীরভূমের একই পরিবারের ৮ জন, দুশ্চিন্তায় ঘুম উড়েছে পরিজনদের]

এর পরই মৃত ওই যুবকের পরিজনরা দাবি করে, তাঁদের ছেলেকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। অপরদিকে যে বাড়ির সামনে থেকে যুবক উদ্ধার করা হয় তাঁদের দাবি, মাঝ রাতে লুকিয়ে বাড়িতে ঢুকেছিলেন যুবক। ধরা পড়ার ভয়ে ছাদ থেকে ঝাঁপ দিয়েছেন। অভিযোগ পালটা অভিযোগকে কেন্দ্র করে চরমে ওঠে অশান্তি। দেহ এলাকায় ফিরতেই বেশ কয়েকটি বাড়ি ভাঙচুরের পাশাপাশি অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরিস্থিতি মোকাবিলায় ঘটনাস্থলে ডায়মন্ড হারবার জেলা পুলিশের বিশাল বাহিনী। ঘিরে রাখা হয়েছে এলাকা। উত্তেজনা প্রশমিত করার লক্ষ্যে ওই তরুণীর দুই ভাইয়ের বিরুদ্ধে ৩০২ ধারায় রবীন্দ্রনগর থানা মামলা রজু করা হয়েছে।

[আরও পড়ুন: কাজ নিয়ে ধারণা নেই, উত্তরবঙ্গের বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব নিয়ে বললেন প্রাক্তন IPS!]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement