Advertisement
Advertisement
ধারালো অস্ত্র দিয়ে খুন

গায়ে জল ছেটায় বচসা, লিলুয়ায় প্রকাশ্যে যুবককে কুপিয়ে খুন

মারধর করা হয় চন্দনের সঙ্গীদেরও।

A youth allegedly stabbed to death in Lilua bridge area
Published by: Tiyasha Sarkar
  • Posted:September 4, 2019 7:23 pm
  • Updated:September 4, 2019 9:03 pm

অরিজিৎ গুপ্ত, হাওড়া: সামান্য বচসার কারণে ধারালো অস্ত্র দিয়ে যুবককে কুপিয়ে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়াল হাওড়ায় লিলুয়ায়। মৃতের নাম চন্দন সিং। ইতিমধ্যেই দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত। 

[আরও পড়ুন: রামের পর বলরাম পুজোর আয়োজন বিজেপির, পালটা খোঁচা তৃণমূলের]

জানা গিয়েছে, দিন কয়েক আগে লিলুয়া রেল কলোনি এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে কথা বলছিলেন কয়েকজন যুবক। কিছুক্ষণ আগে বৃষ্টি হওয়ার কারণে সেই সময় রাস্তায় জল জমে ছিল। সেই সময়ে চন্দন সিং নামে এক যুবক বাইক নিয়ে যাওয়ার সময় চাকায় জল ছিটে দাঁড়িয়ে থাকা যুবকদের গায়ে লাগে। এই নিয়ে বাইক চালকের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে দাঁড়িয়ে থাকা যুবকরা। তারা দাবি করে, ওই বাইক চালক ইচ্ছে করেই জল ছিটিয়েছে তাদের গায়ে। শুরু হয় উত্তপ্ত বাক্য বিনিময়। সেই সময় হাতাহাতিতে জড়িয়ে পড়ে দু’পক্ষ। হাতাহাতির জেরে মাথা ফাটে এক যুবকের। বিষয়টি জানিয়ে থানায় অভিযোগ দায়েরও করা হয়।

Advertisement

সেই দিনের ঘটনা নিজেদের মধ্যে মিটিয়ে নেওয়ার জন্য বুধবার লিলুয়া ব্রিজে একটি মিটিং ডাকা হয়। নির্দিষ্ট সময়ে সেখানে হাজির হয় দু’পক্ষই। অভিযোগ, সেখানেই যেতেই বাইক চালক চন্দন সিংকে মারধর শুরু করে কয়েকজন যুবক। মারধর করা হয় চন্দনের সঙ্গীদেরও। এরপরই প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় চন্দনকে। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন ওই যুবক। স্থানীয়দের তৎপরতায় তাঁকে হাওড়ার জয়সওয়াল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।  

Advertisement

[আরও পড়ুন:চিকিৎসকের চেম্বারে ভাঙচুর, গণপিটুনিতে মৃত্যু মানসিক ভারসাম্যহীন যুবকের]

এপ্রসঙ্গে চন্দনের সঙ্গী জানান, “পুরনো শত্রুতার জেরেই এই ঘটনা। ছুরি দিয়ে কোপানো হয়েছে চন্দনকে।” ঘটনার খবর পেয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। এদিনের ঘটনা প্রসঙ্গে হাওড়া সিটি পুলিশের ডেপুটি কমিশনার (উত্তর) অমিত কুমার রাঠোর বলেন, “একটা খুন হয়েছে। যুবক মারা গিয়েছেন। ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তার করা হবে।” ভরদুপুরে প্রকাশ্যে এহেন ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ