শাহাজাদ হোসেন, ফরাক্কা: নিমতিতা (Nimtita) বিস্ফোরণ কাণ্ডে এক বাংলাদেশীকে গ্রেপ্তার করল সিআইডি। ধৃতের নাম শেখ নাসিম। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে ২ জনকে। কেন এই হামলা? নেপথ্যে কার কার যোগ রয়েছে, তা জানতে ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
১৭ ফেব্রুয়ারি রাতে কলকাতা আসার জন্য ট্রেন ধরতে নিমতিতা স্টেশনে গিয়েছিলেন মন্ত্রী জাকির হোসেন। সেখানে বিস্ফোরণে গুরুতর জখম হন শ্রমমন্ত্রী জাকির হোসেন-সহ কমপক্ষে ২৩ জন। মন্ত্রীর হাতের একটি আঙুল ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার নেপথ্যে কারা রয়েছে, তা জানতে ঘটনাস্থল পরিদর্শন করে সিআইডি, বম্ব স্কোয়াড, ফরেনসিক বিশেষজ্ঞরা। ঘটনাস্থলে যান অনুজ শর্মাও। ৭ দিনের মধ্যেই ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করল পুলিশ।