Advertisement
Advertisement
Canning

তুমুল দাম্পত্য কলহ, অবসাদে চরম সিদ্ধান্ত ক্যানিংয়ের যুবকের!

ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ক্য়ানিংয়ে।

A youth of Canning allegedly killed himself

প্রতীকী ছবি

Published by: Tiyasha Sarkar
  • Posted:February 13, 2025 8:21 pm
  • Updated:February 13, 2025 8:21 pm  

দেবব্রত মণ্ডল, বারুইপুর: সাপের উপদ্রব রুখতে বাড়িতে রাখা ছিল কার্বলিক অ্যাসিড। কে জানত সেখানেই লুকিয়ে বিপদ! ওই কার্বলিক অ্যাসিড খেয়ে ‘আত্মঘাতী’ হলেন বাড়িরই ছেলে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ক্য়ানিংয়ে। কান্নায় ভেঙে পড়েছে পরিবার। ইতিমধ্যেই দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।

জানা গিয়েছে, মৃতের নাম শান্তনু সর্দার। বয়স ২৬ বছর। দক্ষিণ ২৪ পরগনার ক্য়ানিংয়ের মাতলা ২ পঞ্চায়েতের ধলীরবাটী গ্রামের বাসিন্দা তিনি। স্ত্রীর সঙ্গে থাকতেন তিনি। বুধবার গভীর রাতে স্ত্রীর সঙ্গে অশান্তি বাঁধে যুবকের। অভিযোগ, তার জেরেই এক পর্যায়ে চরম সিদ্ধান্ত নেন শান্তনু। বাড়িতে রাখা কার্বলিক অ্যাসিড খেয়ে নেন তিনি। পরিবারের লোকজন জানতে পেরে ওই যুবককে উদ্ধার করে নিয়ে যায় ক্যানিং মহকুমা হাসপাতালে। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। ঘটনাকে কেন্দ্র করে ব্য়াপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

Advertisement

ইতিমধ্যেই যুবকের দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। রিপোর্ট হাতেই মৃত্যুর কারণ স্পষ্ট হবে। পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে আত্মহত্যার করেছেন ওই যুবক। তবে নেপথ্যে সাময়িক বচসা নাকি অন্য কোনও কারণ, তা এখনও স্পষ্ট নয়। তদন্ত এগোলেই গোটা ঘটনা স্পষ্ট হবে বলে জানিয়েছেন তদন্তকারীরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement