Advertisement
Advertisement
Murshidabad

মুর্শিদাবাদে ‘সমকামী’ যুবকের রহস্যমৃত্যু! উদ্ধার অর্ধনগ্ন দেহ

মৃতের যৌনাঙ্গে গভীর ক্ষতচিহ্ন মিলেছে বলে খবর।

A youth of Murshidabad allegedly killed by goons

প্রতীকী ছবি।

Published by: Tiyasha Sarkar
  • Posted:November 3, 2024 9:36 pm
  • Updated:November 3, 2024 9:36 pm  

শাহজাদ হোসেন, জঙ্গিপুর: উৎসবের মরশুমে যুবকের রহস্যমৃত্যু। উদ্ধার অর্ধনগ্ন দেহ। শনিবার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার সম্মতিনগরে। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। মৃত্যুর কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। প্রাথমিকভাবে জানা গিয়েছে, মৃত যুবক সমকামী ছিলেন। তবে কি সেই কারণেই এই পরিণতি? শুরু হয়েছে তদন্ত।

জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম নাসিম শেখ (৪০)। তাঁর বাড়ি রঘুনাথগঞ্জ থানার আনন্দপুর গ্রামে। মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, বছর কয়েক আগেও হকারির কাজ করতেন নাসিম শেখ। কিন্তু শারীরিক অসুস্থতার জন্য কাজ ছেড়ে দেন।
নিজের বাড়িতে মায়ের সঙ্গে বিড়ি তৈরির কাজ করতেন। বিবাহিত হলেও ‘যৌন বিকৃতির’ কারণে বেশ কয়েক বছর আগে স্ত্রী তাঁকে ছেড়ে চলে যান। বর্তমানে নাসিম বাড়িতে মায়ের সঙ্গেই থাকতেন। মৃতের আত্মীয় ওসমান আলি বলেন, “শুক্রবার রাত সাতটা নাগাদ বাজার করতে যাবার জন্য নাসিম বাড়ি থেকে বের হন। এর পর আর বাড়ি ফিরে আসেননি। শুক্রবার সারারাত বিভিন্ন জায়গায় নাসিমের সন্ধানে আমরা তল্লাশি করলেও রাতে তাকে খুঁজে পাওয়া যায়নি। আজ সকাল ১১ টা নাগাদ আমরা জানতে পারি নাসিমের মৃতদেহ নিউ মার্কেটের পাশে একটি গলিতে পড়ে রয়েছে। আমরা যখন মৃতদেহটি দেখতে পাই তখন নাসিমের গায়ে একটি ফুল শার্ট এবং পরনে লুঙ্গি ছিল। যদিও লুঙ্গিটি দেহের উপরের অংশ পর্যন্ত তোলা ছিল। এর পাশাপাশি নাসিমের নাকে আঘাতের চিহ্ন রয়েছে। আমাদের অনুমান কেউ বা কারা তাকে খুন করেছে। যদিও নাসিমের কোনও শত্রু ছিল বলে আমার জানা নেই।”

Advertisement

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, নাসিমকে খুন করা হয়েছে। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে নাসিম সমকামী ছিলেন। পুলিশের অনুমান কারও সঙ্গে দেখা করতে গিয়ে সম্ভবত খুন হয়ে থাকতে পারেন। জানা গিয়েছে, মৃতের যৌনাঙ্গে গভীর ক্ষতচিহ্ন ছিল। ফলত নেপথ্যের কারণ ভাবাচ্ছে তদন্তকারীদের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement