Advertisement
Advertisement
Murshidabad

অভিমানে বাপের বাড়ি স্ত্রী, স্বামীর সঙ্গে ফিরতে নারাজ, অবসাদে এ কী করলেন যুবক!

ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের জিয়াগঞ্জে।

A youth of Murshidabad allegedly tried to kill his child

প্রতীকী ছবি।

Published by: Tiyasha Sarkar
  • Posted:November 27, 2024 1:10 pm
  • Updated:November 27, 2024 4:46 pm  

সাবিরুজ্জামান, লালবাগ: রাগ করে বাপের বাড়িতে গিয়েছেন স্ত্রী। ফিরতে নারাজ। একাধিকবার তাঁকে ফেরানোর চেষ্টা করেও লাভ হয়নি। এতেই অভিমানে চরম সিদ্ধান্ত নিলেন যুবক। দুই সন্তানকে নিয়ে ভাগীরথীতে ঝাঁপ দিলেন তিনি। তবে বরাতজোরে প্রাণে বেঁচে গিয়েছেন তাঁরা। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের (Murshidabad) জিয়াগঞ্জে।

জানা গিয়েছে, মুর্শিদাবাদের জিয়াগঞ্জ থানার নেহালিয়ার বাসিন্দা রাকেশ দাস। তাঁর স্ত্রী মউ পুজোর দিন কয়েক পর সাত বছরের মেয়ে ও সাড়ে তিন বছরের ছেলেকে ফেলে রেখে বাবার বাড়ি কাশিগঞ্জে চলে যান। তার পর আর নেহালিয়ায় ফিরে আসেননি তিনি। রাকেশ বেশ কয়েকবার স্ত্রীকে ফিরিয়ে আনতে শ্বশুরবাড়িতে যান। কিন্তু তিনি আসতে রাজি হননি। এর ফলে মানসিক অবসাদে ভুগছিলেন রাকেশ। মঙ্গলবার ওই যুবক দুই ছেলেমেয়েকে সঙ্গে নিয়ে জিয়াগঞ্জ থানার পিছনে স্টিমার ঘাটে যান। তার পর আচমকাই সন্তানদের নিয়ে নদীতে ঝাঁপ দেন।

Advertisement

বিষয়টি নদীর পাড়ে থাকা বেশ কয়েকজন লক্ষ্য করেন। মুহুর্তের মধ্যে কয়েকজন জলে ঝাঁপিয়ে পড়েন। তিনজনকে উদ্ধার করেন। স্থানীয় বাসিন্দা মুন্না মুদি বলেন, স্ত্রী বাবার বাড়িতে চলে যাওয়ার পর থেকেই রাকেশ মানসিকভাবে ভেঙে পড়েছিল। জিয়াগঞ্জ থানার এক পুলিশ আধিকারিক বলেন, “এ বিষয়ে কেউ কিছুই জানায়নি। তবে খোঁজ নিয়ে দেখছি।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement