১৯ জ্যৈষ্ঠ  ১৪৩০  শনিবার ৩ জুন ২০২৩ 

READ IN APP

Advertisement

রাতারাতি তৈরি স্বাস্থ্যসাথী কার্ড! হার্টের অসুখে আক্রান্তকে সুস্থ জীবনে ফেরালেন অভিষেক

Published by: Tiyasha Sarkar |    Posted: May 26, 2023 10:38 am|    Updated: May 26, 2023 10:38 am

Abhishek Banerjee arranged health card for heart patient in Purulia | Sangbad Pratidin

কৃষ্ণকুমার দাস: বছর চল্লিশের মহিলা। নাম তনুশ্রী সিনহা বাবু। হার্টের অসুখে ভুগছিলেন। ২০১৫ সালে পরীক্ষা করে প্রথম তাঁর হৃদযন্ত্রের অসুস্থতা ধরা পড়ে। দেখা যায় হার্টের ভালবে একটি ফুটো রয়েছে। চিকিৎসাবাবদ লক্ষাধিক টাকার কথা জানান ডাক্তাররা। এর মধ্যেই করোনাকাল শুরু হওয়ায় চিকিৎসা প্রক্রিয়া থমকে যায়। কোভিডকালের শেষের দিকে তনুশ্রীর হার্টের অসুখ বৃদ্ধি পাওয়ায় পরীক্ষায় এবার তাঁর ভালবে দু’টি ফুটো ধরা পড়ে। ডাক্তাররা অপারেশনের বাজেট প্রায় সাড়ে চার লক্ষ টাকা বলে জানিয়ে দেন। চিন্তায় পড়েন তনুশ্রীর পরিবার। এরই মাঝে তাঁদের গ্রামে তৃণমূলের নবজোয়ার কর্মসূচি নিয়ে আসেন বহু দুর্গত মানুষের কাছে মুসকিল আসান হয়ে ওঠা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ‌্যায়। তাঁর কানে তনুশ্রীর যন্ত্রণার কথা পৌঁছতেই প্রতিনিধি পাঠিয়ে দ্রুত স্বাস্থ‌্যসাথী কার্ড বানিয়ে বাড়িতে পাঠান। দলীয় কর্মীদের মাধ‌্যমে স্বাস্থ‌্যভবনে যোগাযোগ করে সাড়ে চার লাখটাকা অনুমোদনও করান। তনুশ্রীর দিদি সোনালী স্বীকার করেন, ‘‘হার্টের ভালবে অপারেশনের পর নবজীবন পেল অভিষেকের নবজোয়ার কর্মসূচির জন‌্যই।’’

Unnecessary operation will not get benefits of Swasthya Sathi

পুরুলিয়া সফরের দ্বিতীয় দিন বান্দোয়ান যাওয়ার পথে রাস্তায় ফাস্ট ফুডের দোকানে নেমে যান অভিষেক। জড়িয়ে ধরে দীর্ঘক্ষণ কথা বলেন প্রবীণ দোকানদার ফটিকচন্দ্র দেবের সঙ্গে। আশে পাশে ভিড় জমে যায়। একে একে সবার কাছেই জেনে নেন গ্রামের সমস‌্যা ও পঞ্চায়েত ঠিকমতো কাজ করছে কি না। পাশের মিল থেকে দূষিত জল পড়ে নদীর জল বিষাক্ত হচ্ছে বলেও অভিযোগ করেন ফটিকবাবু। পাশের আলুর চপ বিক্রেতা সামনের হাইমাস্ট আলো প্রায় ছয়মাস জ্বলছে না বলে অভিযোগ করেন। অভিষেক সঙ্গে সঙ্গে দ্রুত আলো লাগানোর আশ্বাস দেন এবং ফোন নম্বরগুলি লিখে নিতে বলেন ব‌্যক্তিগত সচিব সুমিত রায়কে । এরই মধ্যে দোকানে আলুর পকোড়া ও চায়ের অর্ডার দিয়েছিলেন তিনি। পকোড়া যেমন তিনি নিজে খান, উপস্থিত যুবকদেরও খাওয়ান। সবার সঙ্গে হাত মিলিয়ে, ছবি তুলে অধিবেশনে রওনা হন ‘মুসকিল আসান’।

[আরও পড়ুন: ‘রাষ্ট্রপতি তফসিলি সম্প্রদায়ের বলে আমন্ত্রিত নন?’, নতুন সংসদ ভবন উদ্বোধন নিয়ে বিস্ফোরক অভিষেক]

রোড শোতে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের দোমহনি গ্রামের ইরা পাল লক্ষ্মীর ভাণ্ডার হয়নি বলে অভিষেককে অভিযোগ করেছিলেন। কিন্তু তাঁর বয়স সীমা ৬৫ পেরিয়ে যাওয়ায় বার্ধক‌্যভাতা পাওয়ার ব‌্যবস্থা করা হচ্ছে। কিন্তু তার আগে অভিষেকের নির্দেশে দলীয় নেতৃত্ব সাহায্যের হাত বাড়িয়ে দেন। দু’দিন আগে বাঁকুড়ার তালডাংরায় ইন্দপুরের বড়জোরাজপুরের বাসিন্দা বিশ্বজিৎ মুখোপাধ‌্যায় উপর কেচেন্দা থেকে ছোট কেচেন্দা পর্যন্ত প্রায় এক কিমি রাস্তা মোরাম থেকে কংক্রিট করার আবেদন করেন অভিষেকের কাছে। এদিনই ইঞ্জিনিয়ারদের সঙ্গে করে বিডিও পরিদর্শন করে দ্রুত রাস্তাটি কংক্রিটের নির্মানের কথা জানিয়েছেন।

[আরও পড়ুন: বালিতে অন্তসত্ত্বা তরুণীকে লাগাতার ‘ধর্ষণ’, সন্তানকে জোর করে বিক্রির অভিযোগ, গ্রেপ্তার ৭]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে