Advertisement
Advertisement

Breaking News

Abhishek Banerjee

ঝড় উপেক্ষা করে ভাতারে রোড শো, দুর্যোগের মাঝেই রোগীকে বাড়ি ফেরার ব্যবস্থা অভিষেকের

অভিষেকের মানবিকতায় মুগ্ধ ভাতারবাসী।

Abhishek Banerjee helps ailing person to return home amidst storm at Bhatar | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:May 16, 2023 9:40 am
  • Updated:May 16, 2023 9:40 am

ধীমান রায়, কাটোয়া: পূর্ব বর্ধমানের ভাতারে রোড শো চলছে অভিষেক বন্দ্যোপাধ‌্যায়ের (Abhishek Banerjee)। তুমুল ঝড়-বৃষ্টি তখনই। গাড়ি থামিয়ে অভিষেক প্রস্তুতি নিচ্ছিলেন মঙ্গলকোটের জনসভায় যাওয়ার জন‌্য। কিন্তু প্রবল ঝড়ে ভাতার বাজার আর ভূমশোর গ্রামের মাঝামাঝি আটকে পড়েন। চারিদিকে কার্যত বিপর্যস্ত অবস্থা। দীর্ঘ অপেক্ষার মাঝেই খবর পান বছর ৭০-এর এক প্রবীণ ডায়ালিসিস করিয়ে ফেরার পথে আটকে পড়েছেন ঝড়বৃষ্টি আর যানজটে। ছেলের সঙ্গে বাইকে বাড়ি ফিরছিলেন। রাস্তার একপাশে দাঁড়িয়ে রোগী তখন কাঁপছেন। পুলিশ-প্রশাসনকে বলে দ্রুত সেই রোগীকে সেখান থেকে বের করে মঙ্গলকোটে তাঁর বাড়ি পৌঁছে দেওয়ার ব‌্যবস্থা করলেন অভিষেক। সোমবার প্রাকৃতিক দুর্যোগের মধ্যেই আরও একবার অভিষেকের দায়িত্ববোধের প্রমাণ পেল ভাতার। যে মানবিকতায় মুগ্ধ দ্বিজপদ বন্দ্যোপাধ্যায় নামে ওই ডায়ালাসিস রোগী ও তাঁর ছেলে। শুধু ভাতারই নয়, দ্রুত এই ছবি ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ে সর্বত্র।

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের এই জনসংযোগ যাত্রা ২১ তম দিনে পড়েএদিন। তাঁর রোড শো ঘিরে ছিল জনস্রোত। তার মধ্যেই আচমকা দুর্যোগ। প্রাথমিকভাবে দুর্যোগ উপেক্ষা করেই আবালবৃদ্ধবনিতার প্লাবন অভিষেককে স্বাগত জানাতে রাস্তায় ভিড় করে দাঁড়িয়েছিল। উলটোদিক থেকে আসছিল অভিষেকের গাড়ি। মানুষের এই অভিবাদন দেখে মুগ্ধ হয়ে যান তিনি। গাড়ির উপর দাঁড়িয়েই জনতার উদ্দেশে ফুল ছড়িয়ে দেন। এর মধ্যেই খবর আসতে থাকে, আগেরদিন রায়নায় বছর ৯৭-এর যে বৃদ্ধ অভিষেকের কাছে বার্ধ‌ক‌্যভাতার আবেদন জানিয়েছিলেন, তাঁর সেই আবেদন গৃহীত হয়েছে। প্রশাসনিক তরফে দ্রুত ভাতা পৌঁছবে ওই বৃদ্ধের হাতে। পাশাপাশি অভিষেকের নির্দেশে এককালীন সাহায‌্য হিসাবে ৫০ হাজার টাকাও তাঁর হাতে তুলে দেওয়া হয়েছে।

Advertisement

Advertisement

[আরও পড়ুন: প্রেমিকার সঙ্গে ভিডিও কলে কথা বলতে বলতেই চরম সিদ্ধান্ত! ঘর থেকে উদ্ধার ছাত্রের দেহ]

ভাতারের রোড শোয়ের মাঝে আচমকা প্রবল ঝড়। আদিবাসী মহিলারা তখনও অভিষেকের অপেক্ষায়। রোড শো যখন কামারপাড়া মোড়ের কাছে তখনই ঝড়ের পূর্বাভাস মেলে। ঝড়ের মধ্যেই অভিষেক গাড়ির উপর দাঁড়িয়ে রোড শো চালিয়ে যান। শেষে ঝড় বাড়তেই শুরু হয় বৃষ্টি। রোড শো-ও থামে। তখনই সেই রোগীর খবর পান অভিষেক। রোড-শোর পর মঙ্গলকোটের লালডাঙা মাঠে সভা ঝড়ে বাতিল করা হয়। ঝড় থামলে আউশগ্রাম ১ নম্বর ব্লকের একটি রোড শো-তে যোগ দেন অভিষেক। সেখান থেকে মানকড় বাজারে একটি চায়ের দোকানে ঢুকে স্থানীয়দের সঙ্গে ঘরোয়া আড্ডায় মাতেন। সকলের সঙ্গে সেখানে বসে চা আর ঠোঙায় করে চপ ভাগ করে খেতে দেখা যায় অভিষেককে। স্থানীয়রা নানা দাবিদাওয়ার কথা জানান।

[আরও পড়ুন: ‘আমার মাকে দেখিস’, বন্ধুদের ফোন করে মহানন্দায় ঝাঁপ কিশোরের, উদ্ধার দেহ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ