Advertisement
Advertisement
Birbhum

পথ দুর্ঘটনায় শিশুমৃত্যু, প্রতিবাদে টোল প্লাজায় ব্যাপক ভাঙচুর-বিক্ষোভ, রণক্ষেত্র বীরভূম

ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী।

Accident in Birbhum, a minor boy died
Published by: Tiyasha Sarkar
  • Posted:March 18, 2025 12:54 pm
  • Updated:March 18, 2025 2:23 pm  

নন্দন দত্ত, বীরভূম: বাবার সঙ্গে স্কুলে যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু ছেলের। ঘটনাকে কেন্দ্র করে প্রবল উত্তেজনা বীরভূমের (Birbhum) মুরারই থানা এলাকায়। ক্ষোভে টোল প্লাজায় ব্য়াপক ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। আগুন ধরিয়ে দেওয়া হয় পাথর খাদানের অফিসে। পরিস্থিতি আয়ত্তে আনতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী।

জানা গিয়েছে, বীরভূমের মুরারই থানা এলাকার বটতলা মোহরা পুর অঞ্চলের বাসিন্দা নাইকি হাঁসদা। মঙ্গলবার সকালে ৬ বছরের ছেলে নাজেস হাঁসদাকে স্কুলে দিতে যাচ্ছিলেন তিনি। রাজগ্রাম থেকে পাহাড়ের রাস্তার দিকে যাওয়ার পথে সন্তোষপুরে ঘটে দুর্ঘটনা। জানা গিয়েছে, সন্তোষপুরে রাস্তার পাশে একটি গ্য়ারাজ রয়েছে। ওই গ্যারাজে একটি ডাম্পার জগ দিয়ে উপরে তোলা ছিল। শোনা যাচ্ছে, ওই ডাম্পারটি বিপজ্জনক পরিস্থিতিতেই ছিল। নাইকি ও নাজেস যাওয়ার সময় কোনওভাবে ডাম্পারটি তাঁদের উপর পড়ে য়ায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ছোট্ট নাজেসের। ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি।

Advertisement

উত্তেজিত জনতা দুর্ঘটনাস্থলের পাশে থাকা টোল প্লাজায় রীতিমতো ভাঙচুর চালায়। আগুন ধরিয়ে দেওয়া হয় পাথর খাদানের অফিসে। স্থানীয়দের অভিযোগ, দিনের পর দিন পাথরের ওভারলোডিং করা গাড়ি যাওয়ার ফলে রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ। তার জেরে প্রায়ই দুর্ঘটনা ঘটে বলেই দাবি এলাকাবাসীদের। এদিনের শিশুমৃত্যু স্থানীয় ক্ষোভ উসকে দেয়। পরিস্থিতি আয়ত্তে আনতে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশবাহিনী। ইতিমধ্যেই খুদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। নাইকির চিকিৎসা চলছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement