প্রতীকী ছবি।
মনিরুল ইসলাম, উলবেড়িয়া: সাতসকালে ভয়ংকর দুর্ঘটনা। হাওড়ার বাগনানের লাইব্রেরি মোড়ে যাত্রীবাহী বাসে ধাক্কা লরির। ঘটনাস্থলেই মৃত্যু ২ যাত্রীর। গুরুতর জখম কমপক্ষে ২৫ জন। ঘটনাকে কেন্দ্র করে তুমুল চাঞ্চল্য এলাকায়। পুলিশের তৎপরতায় ইতিমধ্যেই আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে।
জানা গিয়েছে, ঘড়ির কাঁটায় সাড়ে সাতটা নাগাদ বাগনান থেকে একটি বাস শ্যামবাজারের দিকে আসছিল। বৃষ্টির কারণে স্বাভাবিকভাবেই দৃশ্যমানতা কমছিল। সূত্রের খবর, বাগনান বাস স্ট্যান্ড থেকে জাতীয় সড়কে ওঠার রাস্তা ধরে মুম্বই রোড পার করার সময় ঘটে বিপত্তি। কলকাতার থেকে কোলাঘাটগামী একটি লরি বাসটিতে ধাক্কা মারে। বাসটি রাস্তার উপরেই ঘুরে যায়। শব্দ পেয়ে ছুটে যান স্থানীয়রা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় থানায়।
বৃষ্টি মাথায় নিয়ে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ শুরু করে পুলিশ। তড়িঘড়ি আহত ২৭ জনকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানেই চিকিৎসকরা ২ জনকে মৃত বলে ঘোষণা করে। আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। কয়েকজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। মৃতদের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টায় পুলিশ। পাশাপাশি কেন এই দুর্ঘটনা, তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছেন তদন্তকারীরা। এদিকে ঘটনার খবর পাওয়ামাত্রই আহতদের সঙ্গে দেখা করতে হাসপাতালে যান মন্ত্রী পুলক রায় ও বিধায়ক অরুনাভ সেন। কথা বলেন তাঁদের সঙ্গে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.