দেবব্রত মণ্ডল, বারুইপুর: নাগরদোলায় ওঠাই কাল। পড়ে গিয়ে মৃত্যু হল এক ছাত্রীর। ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার গোসাবা ব্লকের সুন্দরবন উপকূলীয় থানার কুমিরমারী গ্রামে। কান্নায় ভেঙে পড়েছে পরিবার।
জানা গিয়েছে,ওই ছাত্রীর নাম সায়ন্তনী মণ্ডল। বয়স ১৭ বছর। কুমিরমারি হাই স্কুলের একাদশ শ্রেণির ছাত্রী ছিল নাবালিকা। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, কুমিরমারি গ্রামে ফুটবল খেলার আয়োজন করা হয়। সেই উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি নাগরদোলার ব্যবস্থাও করা হয়েছিল। সায়ন্তনী ও তার বন্ধুরা নাগরদোলায় ওঠে। এরপরই ঘটে বিপত্তি। নাগরদোলা থেকে ছিটকে পড়ে যায় ওই ছাত্রী। ঘাড়ে মাথায় এবং শরীরের বিভিন্ন অংশে আঘাত লাগে। আশঙ্কাজনক অবস্থায় কুমিরমারি থেকে স্পিড বোটে করে তাকে নিয়ে যাওয়া হয় ধামাখালি। ধামাখালি থেকে অ্যাম্বুল্যান্সে নিয়ে যাওয়া হয় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। সেখানেই তার মৃত্যু হয়।
উল্লেখ্য, কয়েকদিন আগেই বারুইপুরে একটি মেলায় নাগরদোলা থেকে পড়ে আহত হয় তিনজন। তবে সেবার প্রাণে বেঁচে যান সকলে। এবার নাগরদোলা থেকে পড়ে মৃত্যু হল ওই ছাত্রীর। দেহটি ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত। এই ঘটনায় অমল মণ্ডল নামে নাগরদোলার মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.