Advertisement
Advertisement

Breaking News

ইন্দ্রাণী হালদার

দুর্গাপুরে তৃণমূল প্রার্থীর সমর্থনে ভোটপ্রচারে অভিনেত্রী ইন্দ্রাণী হালদার

বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের প্রার্থীর সমর্থনে জনসভা।

Actress Indrani Haldar campaigns for TMC in Durgapur
Published by: Tanumoy Ghosal
  • Posted:April 24, 2019 9:06 pm
  • Updated:April 24, 2019 9:06 pm

সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থীর সমর্থনে ভোটপ্রচারে অভিনেত্রী ইন্দ্রাণী হালদার। বুধবার দুর্গাপুর শহরের সাগরভাঙ্গার চড়কতলা একটি জনসভায় হাজির ছিলেন তিনি।

[আরও পড়ুন: বীরভূমে অস্ত্র হাতে বাইক মিছিল তৃণমূলের, কমিশনে নালিশ বিরোধীদের]

Advertisement

গত বছর ২১ জুলাইয়ের মঞ্চে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। লোকসভা ভোটে তিনি প্রার্থীও হতে পারেন বলে শোনা যাচ্ছিল। তবে মিমি-নুসরতকে প্রার্থী হলেও, ভোটের লড়াইয়ে নেই অভিনেত্রী ইন্দ্রাণী হালদার। বুধবার দুর্গাপুরে বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী মমতাজ সংঘমিতার সমর্থনে প্রচার করলেন তিনি। ভোটারদের কাছে অভিনেত্রীর আবেদন, ‘এই ভোট ভারতবর্ষের ভবিষ্যত গড়ার ভোট। কার হাতে তুলে দেবেন দেশের ভার? মোদি না দিদি? বাংলার ভালো করেছেন উনি এবার দেশের ভালো করতে দিদিকে ভোট দিতে হবে।’ ইন্দ্রাণী হালদার আরও বলেন, ‘বাংলার মানুষ মমতা বন্দোপাধ্যায়কে ভালোবাসে। তাকে চায়। উনি মানুষের এবং বাংলার বহু উন্নয়ন করেছেন। উনি যদি প্রধানমন্ত্রী হন তাহলে দেশের ভালো হবে। মোদি দেশের মানুষকে বোকা বানাচ্ছেন।’ এদিন অভিনেত্রী ইন্দ্রাণী হালদারকে দেখতে তৃণমূল কংগ্রেসে জনসভা ভিড় জমিয়েছিলেন বহু মানুষ। সভায় উপস্থিত ছিলেন দুর্গাপুর(পশ্চিম)-এর তৃণমূল বিধায়ক বিশ্বনাথ পারিয়াল ও দলের জেলার কার্যকারি সভাপতি বিশ্বনাথ পারিয়াল। এদিকে বুধবার সন্ধ্যায় দুর্গাপুরের রায়ডাঙ্গায় তৃণমূল প্রার্থীর সমর্থনে সভা করেন রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী লক্ষ্মীরতন শুক্লা।

Advertisement

ছবি: উদয়ন গুহরায়

[ আরও পড়ুন: ‘চৌকিদারের’ সভাতেই চুরি ৪০টি মোবাইল, থানায় দায়ের অভিযোগ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ