Advertisement
Advertisement

Breaking News

তৃণমূল নেতা খুনে শম্ভুনাথ কাউয়ের যাবজ্জীবন কারাদণ্ড, জরিমানা ৫ হাজার টাকা

শাসকদলেরই কাউন্সিলর ছিলেন তিনি।

Alipore district court awards life term to murder convict Sambhunath Kau
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 2, 2018 4:43 pm
  • Updated:June 27, 2019 5:30 pm

অর্ণব আইচ:  তৃণমূল নেতা অধীর মাইতি খুনে দোষী সাব্যস্ত হয়েছেন। শাসকদলের প্রাক্তন কাউন্সিলর শম্ভুনাথ কাউকে যাবজ্জীবন কারাদণ্ড দিল আলিপুর জেলা আদালত। জরিমানা করা হয়েছে ৫ হাজার টাকা। আদালত জানিয়েছে, যদি জরিমানা আদায় করা না যায়, তাহলে আরও ৬ মাস জেল খাটতে হবে শম্ভুনাথ কাউকে। এই মামলায় আরও ৬ জনকে দোষী সাব্যস্ত করেছিল আদালত। তাদেরও একই সাজা হয়েছে। সাজা ঘোষণার পর আদালতকক্ষে কান্নায় ভেঙে পড়েন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর। বিচারক বলেন, মামলাটি দূর্বল ছিল। কিন্তু, শুনানি চলাকালীন শম্ভুনাথ কাউয়ের বক্তব্যই তাঁর বিপক্ষে গিয়েছে।

[তৃণমূল নেতা খুনে দোষী সাব্যস্ত প্রাক্তন কাউন্সিলর শম্ভুনাথ কাউ-সহ ৭]

Advertisement

সালটা ২০১৩। এ রাজ্যে সদ্য পালাবদল ঘটেছে। বামেদের হারিয়ে ক্ষমতায় এসেছে তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মার্চে মাসে জমি বিবাদকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে বাইপাসের মাঠপুকুর এলাকায়। ২৩ মার্চ খুন হন স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা অধীর মাইতি। ঘটনায় নাম জড়িয়েছিল ৫৪ নম্বর ওয়ার্ডের শাসকদলের তৎকালীন কাউন্সিলর শম্ভুনাথ কাউয়ের। অভিযোগ, জমি বিবাদের কারণে অধীর মাইতিতে খুন করেছে কাউন্সিলর ও তাঁর অনুগামীরা। ১৪ জন অভিযুক্তের বিরুদ্ধে খুনের অভিযোগে মামলা রুজু করে পুলিশ। কাউন্সিলর শম্ভুনাথ কাউ-সহ ৮ অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনা নিয়ে কার্যত তোলপাড় হয়েছিল গোটা রাজ্য। শম্ভুনাথ কাউকে দল থেকে বহিষ্কার করে তৃণমূল কংগ্রেস।

Advertisement

[দুর্ঘটনার জেরে ইকো পার্কের সমস্ত রাইড বন্ধের নির্দেশ পুরমন্ত্রীর]

প্রায় পাঁচ ধরে মামলাটির শুনানি চলেছে আলিপুর জেলা আদালতে। গত বৃহস্পতিবার প্রাক্তন কাউন্সিলর শম্ভুনাথ কাউ-সহ ৭ অভিযুক্ত দোষী সাব্যস্ত হন। ১ জনকে বেকসুর খালাস দেয় আদালত। সোমবার ছিল সাজা ঘোষণা। শম্ভুনাথ কাউ-সহ ৭ জনকেই যাবজ্জীবন কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করল আদালত। জরিমানা অনাদায়ে আরও ৬ মাস জেল খাটতে হবে তাদের। সাজা ঘোষণার পর কান্নায় ভেঙে পড়েন শম্ভুনাথ কাউ। বিচারপতির মন্তব্য, শুনানি চলাকালীন বাড়াবাড়ির করার জন্য কঠিন শাস্তি পেলেন প্রাক্তন কাউন্সিলর।

[নেতা-মন্ত্রীদের নাম করে হুমকি শিক্ষিকার, স্কুলে তালা ঝুলিয়ে বিক্ষোভ অভিভাবকদের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ