Advertisement
Advertisement

নারী সুরক্ষায় সমস্ত উচ্চ বিদ্যালয়গুলিতে বিশাখা কমিটি গড়ার নির্দেশ রাজ্যের

বারবার জানানোর পরও জেলাতে বহু বিদ্যালয়ে উপেক্ষিত এই নির্দেশটি৷

all the hig schools are asked to set up the Vishakha Committee
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 1, 2018 7:45 pm
  • Updated:June 1, 2018 7:45 pm

রাজা দাস, বালুরঘাট: নারী সুরক্ষায় সমস্ত উচ্চ বিদ্যালয়গুলিতে বিশাখা কমিটি গঠনের নির্দেশ রয়েছে রাজ্য শিক্ষা দপ্তরের৷ নির্দেশকে গুরুত্ব দিয়ে ১০০ শতাংশ  বিদ্যালয়ে এই কমিটি দ্রুত গঠন করতে হবে বলে আগেই জানানো হয় প্রতিটি জেলার বিদ্যালয় পরিদর্শককে৷ কিন্তু, দীর্ঘ কয়েক মাসেও দক্ষিণ দিনাজপুর জেলার ১০০ শতাংশ উচ্চ বিদ্যালয়ে হল না বিশাখা কমিটি৷ বারবার জানানোর পরও জেলাতে বহু বিদ্যালয়ে উপেক্ষিত এই নির্দেশটি৷ রাজ্য সরকারের সংশ্লিষ্ট পরিকল্পনাকে কার্যকর করতে বাকি বিদ্যালয়গুলিকে ফের নির্দেশ পাঠানো হল জেলা বিদ্যালয় পরিদর্শকদের৷

জানা গিয়েছে, দক্ষিণ দিনাজপুর জেলায় রয়েছে সাড়ে ৩০০ হাই স্কুল৷ এর মধ্যে অধিকাংশ বিদ্যালয়ে এক সঙ্গে চলে ছাত্রছাত্রীদের পঠনপাঠন। বিভিন্ন সময়ে ছাত্রীদের মানসিক ও শারীরিক হেনস্তা হওয়ার খবর প্রকাশ্যে আসে। সেইদিকে নজর রাখলে বিশাখা কমিটি যথেষ্ট গুরুত্ব রাখে দক্ষিণ দিনাজপুর জেলার এই বিদ্যালয়গুলিতে৷

Advertisement

মাস কয়েক আগে জেলা বিদ্যালয় পরিদর্শক এই বিদ্যালয়গুলিকে দ্রুত বিশাখা কমিটি গঠন করার জন্য নির্দেশ দেন। সেখানে  স্কুল পরিচালন কমিটির সভাপতি,  দায়িত্বপ্রাপ্ত বা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, একজন স্বাস্থ্য কর্মী, একজন পুলিশ কর্মী, দু’জন অভিভাবক ও স্কুলে শিক্ষিকা থাকলে তাঁকে অবশ্যই সেই কমিটিতে রাখার নির্দেশ ছিল৷ এখনও পর্যন্ত  জেলার ৭০ শতাংশ বিদ্যালয় এমন কমিটি গঠন করেছে বলেই খবর। সেই কমিটি তাদের কার্যক্রম ইতিমধ্যে শুরু করেছে বলে রিপোর্ট জমা পড়েছে জেলা বিদ্যালয় পরিদর্শকের দপ্তরে৷ কিন্তু, বাকি অনেক স্কুল আজও সেই নির্দেশ কার্যকর করতে পারেনি বলেই খবর৷

Advertisement

জেলা  বিদ্যালয় পরিদর্শক নারায়ণ চন্দ্র সরকার জানান, বেশির ভাগ বিদ্যালয় বিশাখা কমিটি গঠন করে ফেলেছে৷ কিছু বাকি রয়েছে৷ পরিকল্পনাটি ১০০ শতাংশ সার্থক করতে পঞ্চায়েত নির্বাচনের আগে বাকি স্কুলগুলিকে জানানো হয়েছে৷ যত দ্রুত সম্ভব তা পালন করার নির্দেশ দেওয়া হয়েছে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ