গোবিন্দ রায়, বসিরহাট: গভীর রাতে স্কুলের একাধিক তালা ভেঙে চুরি! প্রধান শিক্ষকের ঘর, স্কুলের অফিস ঘরে কার্যত তছনছ করা হয়েছে ! নগদ টাকা, একাধিক মোবাইল ফোন, ও অন্যান্য জিনিস চুরি গিয়েছে বলে অভিযোগ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে, উত্তর ২৪ পরগনার মিনাখাঁর বামুনপুকুরিয়া সন্ন্যাসী স্মৃতি আদর্শ উচ্চ বিদ্যালয়ে। ওই স্কুলে নৈশপ্রহরী আছে। তারপরেও কীভাবে এই চুরির ঘটনা ঘটল? সেই প্রশ্ন উঠেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
মিনাখাঁর বামুনপুকুরিয়া সন্ন্যাসী স্মৃতি আদর্শ উচ্চ বিদ্যালয়ে এলাকা ও আশপাশের বহু জায়গা থেকে পড়ুয়ারা পড়তে যায়। শনিবার ছুটির পর স্কুল তালাবন্ধ করা হয়েছিল। আজ, রবিবার সকালে দেখা যায় স্কুলের দরজার তালা ভাঙা। ঘটনার খবর পেয়ে স্কুলের পরিচালন সমিতির দায়িত্বে থাকা গোপেশচন্দ্র পাত্র-সহ অন্যান্যরা ঘটনাস্থলে যান। দেখা যায়, প্রধান শিক্ষকের ঘরের তালা ভাঙা। অফিসঘর-সহ আরও একাধিক ঘরের দরজার তালা ভাঙা হয়েছে। প্রধান শিক্ষকের ঘর থেকে আনুমানিক ১৫ হাজার টাকা চুরি হয়েছে। পড়ুয়ারা স্কুলে মোবাইল ফোন নিয়ে আসায় মোট চারটি ফোন বাজেয়াপ্ত করা হয়েছিল। সেগুলি একমাস পর অভিভাবকদের ফিরিয়ে দেওয়া হবে বলে স্কুলের তরফে জানানো হয়েছিল। সেই চারটে মোবাইলও চুরি হয়েছে বলে অভিযোগ। একাধিক আলমারি ভাঙা হয়েছে। কার্যত তছনছ করা হয়েছে ঘর! এছাড়াও একাধিক জিনিসপত্র পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। স্কুলে একাধিক সিসিটিভি রয়েছে। সেগুলির ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। রাতে এমন ঘটনা ঘটল। এদিকে নৈশপ্রহরী কোনও কিছু বুঝতে পারলেন না কেন? সেই প্রশ্ন উঠেছে। প্রসঙ্গত, বছর কয়েক আগেও এই স্কুলে চুরি হয়েছিল। সেই চুরির রহস্যভেদ করেছিল পুলিশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.