Advertisement
Advertisement

নিশানায় চিন, রাজ্যে থাকবে অত্যাধুনিক রাফালে যুদ্ধবিমান

পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম এই বিমান।

Ambala, Hasimara air base to get Rafale fighter jets
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 2, 2017 9:00 am
  • Updated:October 2, 2017 9:00 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার পশ্চিমবঙ্গে মোতায়েন হতে চলেছে ভারতীয় বায়ুসেনার অত্যাধুনিক রাফালে যুদ্ধবিমান। চিন ও পাকিস্তানকে নজরে রেখে সীমান্তবর্তী বায়ুসেনা ঘাঁটিগুলির আধুনিকীকরণ করতে চলেছে ভারতীয় বায়ুসেনা। ওই ঘাঁটিগুলিতে রাখা হবে অত্যাধুনিক এই যুদ্ধবিমান।

[ডোকলামের জের, ভারতীয় সেনার সঙ্গে বৈঠক বাতিল লালফৌজের]

Advertisement

সূত্রের খবর, যে বায়ুসেনা ঘাঁটিগুলিকে অত্যাধুনিকভাবে সাজিয়ে তোলা হবে তাদের মধ্যে রয়েছে আলিপুরদুয়ারের হাসিমারা বায়ুসেনা ঘাঁটিও। চিনকে টেক্কা দিতে ওই ঘাঁটিতে শীঘ্রই পারমাণবিক বোমা বহনে সক্ষম রাফালে যুদ্ধবিমান মোতায়েন করা হবে। তার জন্য প্রয়োজনীয় পরিকাঠামো নির্মাণের কাজ চলছে হাসিমারাতে। ২০১৯-এ ভারতের হাতে চলে আসবে ফ্রান্সে নির্মিত রাফালে বিমানগুলি। তারপরই হাসিমারা ও হরিয়ানার আম্বালা এয়ারফোর্স বেসগুলিতে মোতায়েন করা হবে যুদ্ধবিমানগুলিকে। বিমানগুলিকে রাখার জন্য ১৪টি ‘শেল্টার’ ও হ্যাঙ্গার নির্মাণের জন্য ইতিমধ্যে ২২০ কোটি টাকা মঞ্জুর করেছে কেন্দ্র।

Advertisement

পাকিস্তান সীমান্তের বেশ কাছেই আম্বালা। এই বায়ুসেনা ঘাঁটি প্রায় ৭৮ বছরের পুরনো। ১৯৬৫ ও ৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধে এখান থেকেই পাকিস্তানের বিরুদ্ধে হামলা চালিয়েছিল ভারতীয় বায়ুসেনা। সীমান্তের কাছে হওয়ায় কৌশলগত দিক থেকে আম্বালার গুরুত্ব অনেক। তাই এবার এখানেই মোতায়েন করা হবে রাফালে যুদ্ধবিমান। ফলে লাহোর-সহ একাধিক পাক শহর বায়ুসেনার হামলার আওতায় চলে আসবে। একই ভাবে হাসিমারায় রাফালে মোতায়েন করে উত্তর-পূর্বের রাজ্যগুলিতে চিনা সেনার আগ্রাসন বিরুদ্ধে তৈরি হচ্ছে ভারত।

[পাক সেনার নিশানায় নিরীহ গ্রামবাসীরা, মৃত ২ শিশু]

জানা গিয়েছে, রাফালে বিমানের নির্মাণকারী সংস্থার বেশ কয়েকজন বিশেষজ্ঞ ইতিমধ্যে আম্বালা ও হাসিমারার পরিদর্শন করেছেন। বিমানগুলো মোতায়েন করতে প্রয়োজনীয় পরিকাঠামোর বিষয়ে একটি রিপোর্ট জমা দেবেন তাঁরা। ওই রিপোর্ট মোতাবেক বায়ুসেনা ঘাঁটিগুলির আধুনিকীকরণ করা হবে। উল্লেখ্য, ৩৬টি রাফালে জেট কিনতে ফ্রান্সের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে ভারত। বিমানগুলি পারমাণবিক অস্ত্র বহন করতে সক্ষম। এছাড়াও এটিতে থাকছে অত্যাধুনিক ‘বিভিআরএম’ মিসাইল যা  দৃষ্টিসীমার বাইরে আঘাত হানতে সক্ষম। রয়েছে অত্যাধুনিক ব়্যাডার ও ইলেকট্রনিক স্যুট। অত্যাধুনিক এই জেটগুলি সেনার অস্ত্রভাণ্ডারে যোগ হলে সেনার ধার ও ভার কয়েক গুণ বেড়ে যাবে বলেই মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ