১৫ চৈত্র  ১৪২৯  বৃহস্পতিবার ৩০ মার্চ ২০২৩ 

READ IN APP

Advertisement

প্রতিবেশী কাকিমার সঙ্গে পরকীয়া! বাধা দেওয়ার মা-বাবাকে বেধড়ক মার ‘গুণধর’ ছেলের

Published by: Tiyasha Sarkar |    Posted: January 30, 2023 8:29 pm|    Updated: January 30, 2023 8:29 pm

An elederly couple allegedly beaten up by son | Sangbad Pratidin

অংশুপ্রতিম পাল, খড়গপুর: প্রতিবেশী এক কাকিমার সঙ্গে পরকীয়া যুবকের। প্রতিবাদ করায় ছেলের মারে মাথা ফাটল বাবা-মায়ের। রবিবার রাতে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে সবং থানার দাঁররা গ্ৰাম পঞ্চায়েতের বড়চাহারা এলাকায়। রবিবার রাতে এই নিয়ে সবং থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত বাবা সুখচাঁদ কুইল্যা। যদিও তিনি ছেলের পরকীয়া সম্পর্কের কথা জানাননি। পারিবারিক অশান্তির অভিযোগ দায়ের করেছেন। কিন্তু গুনধর ছেলের মা সাফ জানিয়েছেন, সম্পর্কে বাধা দেওয়ায় এই কীর্তি।

জানা গিয়েছে, সবং থানার দাঁররা গ্ৰাম পঞ্চায়েতের বড়চাহারা এলাকার বাসিন্দা সুখচাঁদ কুইল্যা। ছেলে সঞ্জীব কুইল্যা কর্মসূত্রে কলকাতায় থাকেন। অভিযোগ, ছেলে সঞ্জীব কুইল্যা প্রতিবেশী এক কাকিমার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। বেশিদিন বিষয়টা গোপন রাখতে পারেননি। পরিবারের সদস্যরা সম্পর্কের বিষয়টা জানার পরই যুবককে সতর্ক করেন। কিন্তু তাতে গুরুত্ব দেয়নি সঞ্জীব। গত রবিবার ফের ওই সম্পর্ক নিয়ে বাবা-মা ছেলেকে বকাবকি শুরু করে। কথাকাটাকাটি চরম আকার নেয়। তখনই কাঠের বাটাম দিয়ে প্রথমে বাবার মাথায়, তারপর মায়ের মাথায় আঘাত করেন। ব্যাপক ভাঙচুর করেন বাড়ির জানালা ও আসবাবপত্রে।

[আরও পড়ুন: আসানসোলে প্রোমোটার রাজ! বুলডোজার দিয়ে আদিবাসীদের জমি দখলের চেষ্টা, তুমুল বিক্ষোভ]

রাতেই রক্তাক্ত দম্পতিকে সবং গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপরই সবং থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে। এই ব্যাপারে অভিযুক্তের মা কাকলি কুইল্যা বলেন, “ছেলে মারধর করেছে। প্রতিবেশী এক কাকিমার সঙ্গে ভালোবাসা করেছে। প্রতিবাদ করলেই মারধর করতে আসে। রবিবার রাতে চ্যালাকাঠ দিয়ে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। ছেলের এই ব্যাপারটা পরিবারের আমরা কেউ মেনে নিতে পারিনি।” ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে সোমবার রাত পর্যন্ত কাউকে গ্রেপ্তার কিংবা আটক করা হয়নি বলে জানা গিয়েছে।

[আরও পড়ুন: জমি নিয়ে জটিলতার মাঝেই অমর্ত্য সেনের বাড়িতে মমতা, নোবেলজয়ীকে Z+ নিরাপত্তার নির্দেশ]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে