Advertisement
Advertisement
বৃদ্ধার মৃত্যু

শীতের কামড় থেকে বাঁচতে আগুন পোহাতে গিয়ে বিপত্তি, মৃত্যু বৃদ্ধার

কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করার পথেই মারা যান বৃদ্ধা।

An old man burnt in her home at North 24 Pargana's Deganga

ছবি: প্রতীকী

Published by: Sayani Sen
  • Posted:January 18, 2020 12:07 pm
  • Updated:January 18, 2020 1:05 pm

শুভময় মণ্ডল: আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল এক বৃদ্ধার। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার দেগঙ্গার আমিনপুর কলোনি পাড়া এলাকায়। বছর সাতাত্তরের মৃতা গীতারানি কর ওই এলাকার দীর্ঘদিনের বাসিন্দা। নিহতের দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। বৃদ্ধার মৃত্যুতে শোকে পাথর তাঁর পরিজন এবং প্রতিবেশীরা। 

মকর সংক্রান্তির পর থেকে ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ। বাড়ছে তাপমাত্রা। তবে ভোর এবং রাতের দিকে তাপমাত্রার পারদ যথেষ্ট নিম্নমুখী। তার ফলে স্বাভাবিকভাবেই দরমার ঘরে বসবাসকারী শীতে যথেষ্টই কষ্ট পান। তাই শীতের হাত থেকে রেহাই পেতে বাড়িতে উনুন জ্বালিয়ে আগুন পোহাচ্ছিলেন গীতারানি কর নামে সাতাত্তর বছর বয়সি এক বৃদ্ধা। অসাবধানতায় তাঁর শাড়িতে আগুন লেগে যায়। চিৎকার করতে থাকেন ওই বৃদ্ধা। তবে শীতের রাতে প্রতিবেশীদের কানে সেই আওয়াজ পৌঁছতে বেশ সময় লাগে। বেশ কিছুক্ষণ পর প্রতিবেশী এবং তাঁর পরিজনেরা ঘটনাস্থলে দৌঁড়ে আসেন। জল ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন তাঁরা। তবে ততক্ষণে শরীরের অধিকাংশই পুড়ে যায় তাঁর। তড়িঘড়ি ওই বৃদ্ধাকে উদ্ধার করে বারাসত জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানান, তাঁর শরীরে নব্বই শতাংশ পুড়ে গিয়েছে। তাঁর অবস্থার আরও অবনতি হতে থাকে। গভীর রাতে চিকিৎসকরা ওই বৃদ্ধাকে আরজি কর হাসপাতালে স্থানান্তরিত করার কথা জানান। সেই অনুযায়ী পরিজনেরা ভোর রাতে তাঁকে কলকাতার হাসপাতালে নিয়ে আসার চেষ্টা করেন। তবে কলকাতায় নিয়ে আসার পথেই মারা যান বৃদ্ধা।

Advertisement

[আরও পড়ুন: নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে ঢুকে পড়ল ট্রাক, দুর্ঘটনায় মৃত্যু ৩ গ্রামবাসীর]

বৃদ্ধার দেহ আপাতত ময়নাতদন্তে পাঠানো হয়েছে। এই ঘটনার পর থেকে দেগঙ্গার আমিনপুর কলোনি পাড়া এলাকায় নেমেছে শোকের ছায়া। আগুন পোহাতে গিয়ে বৃদ্ধার মৃত্যু যেন মানতে পারছেন না কেউই।

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ