Advertisement
Advertisement

Breaking News

রাজ্যে ফের ভুয়ো চিকিৎসকের হদিশ, হলদিয়ায় গ্রেপ্তার ১

সার্টিফিকেট নেই, রেজিস্ট্রেশন নম্বরটিও ভুয়ো!

another fake doctor arrested in Haldia
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 6, 2017 8:37 am
  • Updated:September 20, 2019 6:31 pm

চঞ্চল প্রধান, হলদিয়া:  ফের রাজ্যে এক ভুয়ো চিকিৎসকের হদিশ মিলল৷ হলদিয়া থেকে স্বপন কুমার বারিক নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ পুলিশের অভিযোগ, নিজেকে চিকিৎসক বলে দাবি করলেও, এমবিবিএসের সার্টিফিকেট দেখাতে পারেননি তিনি৷ তাঁর রেজিস্ট্রেশন নম্বরটিও জাল৷ বুধবার ধৃতকে আদালতে তোলা হবে৷

[এবার কার্টুন দেখানোর নাম করে শিশুকন্যাকে যৌন নির্যাতন]

Advertisement

ধৃত স্বপন কুমার বারিকের বাড়ি হলদিয়ার রায়রাইয়া চকে৷ শহরের ভবানীপুর এলাকায় চেম্বার খুলে রোগী দেখতেন তিনি৷ ওই এলাকার বাসিন্দা সঞ্জয় দলপতি নামে এক ব্যক্তির মায়ের মৃত্যুর পর ডেথ সার্টিফিকেট লিখেছিলেন স্বপন৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, সঞ্জয়ের সঙ্গে ভাইদের একটি মামলা চলছে৷ সেই মামলার তদন্তে তাঁর মায়ের ডেথ সার্টিফিকেটটি যাচাই করতে গিয়ে পুলিশের সন্দেহ হয়৷ মঙ্গলবার অভিযুক্ত স্বপন কুমার বারিকের চেম্বারে হানা দেন ভবানীপুর থানার পুলিশ৷ পুলিশ জানিয়েছে, তাঁকে এমবিবিএসের সার্টিফিকেট দেখাতে বলেছিলেন তদন্তকারীরা৷ কিন্তু, সেই শংসাপত্র দেখাতে পারেননি স্বপন৷ এমনকী, যে রেজিস্ট্রেশন নম্বরটি তিনি ব্যবহার করছিলেন, সেটিও জাল৷ প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ওই রেজিস্ট্রেশন নম্বরটি আসলে মুম্বইয়ের এক চিকিৎসকের৷ মঙ্গলবার রাতেই অভিযুক্ত স্বপন কুমার বারিককে গ্রেপ্তার করেছে ভবানীপুর থানার পুলিশ৷ বুধবার ধৃতকে আদালতে তোলা হবে৷

Advertisement

[আপাতত খুলছে না জি ডি বিড়লা, বুধবার বিকেল পর্যন্ত সময় চাইল কর্তৃপক্ষ]

প্রসঙ্গত, মাস পাঁচেক আগে কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে একের পর এক ভুয়ো চিকিৎসক গ্রেপ্তারের ঘটনায় শোরগোল পড়েছিল৷ ঘটনার তদন্তে নামে সিআইডি৷ নবান্নকে তদন্ত রিপোর্টে রাজ্য গোয়েন্দা সংস্থা জানিয়েছিল, এ রাজ্যে জাল ছড়িয়েছে সাড়ে পাঁচশো ভুয়ো চিকিৎসক৷

[নিম্নচাপের ভ্রুকুটিতে বৃষ্টির সম্ভাবনা রাজ্যে, পূর্বাভাস আবহাওয়া দপ্তরের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ