২৫ জ্যৈষ্ঠ  ১৪৩০  শুক্রবার ৯ জুন ২০২৩ 

READ IN APP

Advertisement

বীরভূমের আহমেদপুরে দুর্ঘটনার কবলে অনুব্রত মণ্ডলের কনভয়

Published by: Tiyasha Sarkar |    Posted: February 23, 2021 6:16 pm|    Updated: August 7, 2021 12:08 pm

Anubrata Mandal's convoy met an accident at Birbhum | Sangbad Pratidin

ভাস্কর মুখোপাধ্যায়, বোলপুর: বীরভূমের (Birbhum) আহমেদপুরের কাছে দুর্ঘটনার কবলে অনুব্রত মণ্ডলের কনভয়। ক্ষতিগ্রস্ত হয়েছে দু’টি গাড়ি। জখম হয়েছেন কনভয়ের দুই চালক। জানা যাচ্ছে, অল্পের জন্য রক্ষা পেয়েছেন অনুব্রত। 

এদিন ময়ূরেশ্বরে জনসভা ছিল বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal)। সেখানে যাওয়ার পথে অনুব্রতের কনভয়ের একটি গাড়ি ধাক্কা দেয় অন্য একটি গাড়িকে। ক্ষতিগ্রস্ত হয় দু’টি গাড়ি। জখম হয়েছেন চালক। তড়িঘড়ি তাঁদের নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। প্রাথমিক চিকিৎসার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে। অনুব্রতর কনভয় ক্ষতিগ্রস্ত হলেও সুস্থ রয়েছেন তৃণমূল নেতা। তাঁর কোনওরকম চোট লাগেনি। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিতে কোনও সমস্যা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। 

[আরও পড়ুন: দার্জিলিংয়ে ফের বিক্ষোভের মুখে দিলীপ ঘোষ, ‘গো ব্যাক’ স্লোগান, দেখানো হল কালো পতাকা ]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে