নন্দন দত্ত, সিউড়ি: অধ্যাপকসুলভ নেতৃত্বে ‘দুষ্টু ছেলে’দের নিয়ে সুষ্ঠুভাবে বোলপুরে তৃণমূলের কোর কমিটির বৈঠক সারলেন চেয়ারম্যান আশিস বন্দ্যোপাধ্যায়। আর তাঁর সামনে ‘বাধ্য ছাত্র’ হিসেবে সক্রিয়ভাবে বৈঠক করলেন দুই ‘বিতর্কিত’ সদস্য অনুব্রত মণ্ডল ও কাজল শেখ। শনিবার বোলপুরের দলীয় কার্যালয়ে বৈঠকে একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। কাজল শেখের সমস্ত সিদ্ধান্তে অনুব্রতকে তাল মেলাতে দেখা গিয়েছে। জেলার রাজনৈতিক মহলের মত, সংগঠন চালাতে শীর্ষ নেতৃত্ব যে একতার কড়া বার্তা দিয়েছেন, তা মেনেই অনুব্রত-কাজলের এই ঐক্যমত্য। এই বৈঠক নিয়ে দলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের মন্তব্য, ”ওঁরা (কাজল শেখ-অনুব্রত মণ্ডল) রাম-লক্ষ্ণণের মতো। দু’জনকেই দরকার দলের।” কোর কমিটির পরবর্তী বৈঠক ১২ জুলাই, সিউড়িতে।
আগামী ২১ জুলাই তৃণমূলের শহিদ দিবস। সেই উপলক্ষে বীরভূম জেলা থেকে কত মানুষ যাবেন কলকাতায়, তা নিয়ে আলোচনা হয় শনিবারের বৈঠকে। কাজল শেখ জানান, আগামী ২১ জুলাই এলাকা ভিত্তিক কত লোক কলকাতায় যাবেন, তা নিয়ে নিজ নিজ অঞ্চলে বৈঠক করার নির্দেশ দেওয়া হয়েছে কোর কমিটির বৈঠকে। এছাড়া সংগঠন নিয়ে বেশ কিছু আলোচনা হয়েছে। সাঁইথিয়ার এক কাউন্সিলরের বিরুদ্ধে তদন্ত, বনগ্রাম অঞ্চলের দলীয় কার্যকলাপ ও শিক্ষক সংগঠনের নিজেদের মধ্যে মতানৈক্যের ভিত্তিতে এলাকা বিধায়ক-সাংসদদের কাছ থেকে রিপোর্ট দেওয়ার আবেদন জানানো হয়েছে। উল্লেখ্য, এদিন কোর কমিটির বৈঠকে হাজির ছিলেন ৯ সদস্যই। বৈঠক শেষে বীরভূমের সাংসদ শতাব্দী রায় জানান, সংগঠন বৃদ্ধিতে কী কী কাজকর্ম হবে, তা নিয়ে আলোচনা হয়েছে।
এর আগে গত ১৪ জুন বীরভূমের কোর কমিটির বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু ওইদিন কলকাতায় ২১ জুলাইয়ের প্রস্তুতি বৈঠকে সমস্ত জেলা সভাপতি, চেয়ারম্যানদের ডেকে পাঠানোয় ওই বৈঠকটি হয়নি। ওইদিন প্রস্তুতি নিয়ে আলোচনা ছাড়াও অনুব্রত ও কাজল শেখকে নিয়ে আলাদা করে কথা বলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি ও মন্ত্রী ফিরহাদ হাকিম। দু’জনকেই মিলেমিশে কাজ করা নিয়ে কড়া বার্তা দিয়েছেন তাঁরা। মনে করা হচ্ছে, সেই বার্তার প্রভাব পড়েছে আজকের বৈঠকে। ‘বাধ্য ছাত্র’র মতো দু’জনই বৈঠকে একে অপরের মতকে সমর্থন করেছেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.