Advertisement
Advertisement

অস্ত্র নিয়ে ভাঙড়ে ঢুকেছিল বহিরাগতরাই, ফের সরব মুখ্যমন্ত্রী

বহিরাগত তত্ত্বেই সিলমোহর দিলেন মুখ্যমন্ত্রী৷

Armed outsiders responsible for Bhangar chaos:CM
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 8, 2017 8:15 am
  • Updated:February 8, 2017 8:15 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভাঙড় নিয়ে ফের সরব হলেন মুখ্যমন্ত্রী৷ প্রস্তাবিত পাওয়ার গ্রিড প্রকল্প নিয়ে ক’দিন আগেই উত্তপ্ত ছিল ভাঙড়৷ তার জন্য বহিরাগতদেরই দায়ী করলেন মুখ্যমন্ত্রী৷ বিধানসভায় বাজেট অধিবেশনে তিনি জানালেন, প্রশাসন যখন গঙ্গাসাগর নিয়ে ব্যস্ত ছিল, তখন ভাঙড়ে অস্ত্র নিয়ে ঢুকেছিল বহিরাগতরাই৷

কেন হাতের শিরা কাটা, অভিনেত্রীর মৃত্যু ঘিরে ঘনাচ্ছে রহস্য

বাম আমলে জমি অধিগ্রহণ নীতির বিরোধিতা করেই রাজ্যে ক্ষমতায় এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ সিঙ্গুর নিয়ে তাঁর নীতি যে একদম ঠিক ছিল, তা প্রমাণিত হয় সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ে৷ ভাঙড় কাণ্ডে সেই মমতা সরকারের বিরুদ্ধেই অবৈধ জমি অধিগ্রহণের অভিযোগ উঠেছিল৷ যদিও বিদ্যুৎমন্ত্রী বারবার করে জানিয়েছিলেন, মানুষ না চাইলে প্রকল্প বাস্তবায়িত হবে না৷ মানুষের প্রতিরোধেই কাজ বন্ধ ছিল৷ তারপরও উত্তপ্ত হয়ে ওঠে পুরো এলাকা৷ পাওয়ার গ্রিড প্রকল্প তৈরি হলে সাধারণ মানুষ ব্যাপক সমস্যায় পড়বেন, এমনকী বিকলাঙ্গ সন্তান জন্মাবে বলেও প্রচার চালানো হয়েছিল৷ তার জেরেই অশান্ত হয়ে ওঠে পরিবেশ৷ সে সময়ই দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় অভিযোগ করেছিলেন, কাজ পণ্ড করতেই উদ্দেশ্যমূলক প্রচার চালানো হয়েছে৷ পুরো ঘটনায় মাওবাদী, নকশালদের যোগ ছিল বলেও অভিযোগ উঠেছিল৷

Advertisement

জীবনধারণে বাতাস জরুরি, পরীক্ষায় বিড়ালছানাকে বাক্সে ভরার নির্দেশ পাঠ্যবইয়ে

এবার সেই বহিরাগত তত্ত্বেই সিলমোহর দিলেন মুখ্যমন্ত্রী৷ এদিন তিনি সাফ জানালেন, ভাঙড়ে জমি অধিগ্রহণে কোনও সমস্যা ছিল না৷ আলোচনা করেই জমি নেওয়া হয়েছিল৷ প্রশাসন সেই সময় গঙ্গাসাগর নিয়ে ব্যস্ত ছিল৷ সেই অবকাশেই বহিরাগতরা অস্ত্র নিয়ে ভাঙড়ে ঢুকে অশান্তি বাধিয়েছিল৷ ভুল প্রচার চালানো হয়েছিল বলেও এদিন জানালেন মুখ্যমন্ত্রী৷

Advertisement

মহিলাদের মন জয় করতে এবার ভোটের আসরে ‘মোদি শাড়ি’

সেইসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের ব্যয় সংকোচ করতে ৯০টির মধ্যে ৪৬টি পুরসভাকে এক করার পরিকল্পনা নেওয়া হয়েছে৷ তবে কারও চাকরি যাবে না বলেও এদিন আশ্বাস দেন মুখ্যমন্ত্রী৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ