Advertisement
Advertisement
Baruipur

মাদক পাচার রুখতে বারুইপুরে এসটিএফের অভিযান, উদ্ধার টাকার স্তূপ, গুনতে মেশিন

মাদক কারবারে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Arrested 2 in Baruipur for recovery of crores worth of drugs and 26 lakhs of rupees

এই বাড়িতেই চলছে পুলিশি তল্লাশি। নিজস্ব চিত্র

Published by: Suhrid Das
  • Posted:February 4, 2025 6:49 pm
  • Updated:February 4, 2025 7:18 pm  

দেবব্রত মণ্ডল, বারুইপুর: বড় সাফল্য পুলিশের। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। সঙ্গে ছিল বারুইপুর থানার বিশাল পুলিশ বাহিনী। বারুইপুরের খোদারবাজার এলাকার একটি বাড়িতে হানা দিয়ে কোটি টাকার বেশি মূল্যের মাদক উদ্ধার করল। শুধু তাই নয়, ২৬ লক্ষ টাকাও ওই বাড়ি থেকে পাওয়া গিয়েছে বলে প্রাথমিক খবর। টাকা গুনতে আনা হয় মেশিন। 

পুলিশ সূত্রে পাওয়া খবরে, ওই এলাকার চারতলা বাড়িটি আব্দুল সামাদ নামে এক হোমিওপ্যাথি চিকিৎসকের। সেখানেই একতলায় বছর খানেক ধরে ভাড়া থাকতেন স্ত্রী, দুই ছেলেকে নিয়ে থাকতেন মোকলেশ শেখ। তাঁর শাশুড়ি সেরিনা বিবিও ওই বাড়িতে থাকতেন বলে খবর। তাঁরা আদতে মগরাহাট ও উস্থি এলাকার বাসিন্দা। ওই ব্যক্তি এলাকাতেই একটি দোকান চালাতেন বলে খবর। এদিকে পুলিশের কাছে খবর ছিল, ওই ব্যক্তি ও তাঁর শাশুড়ি মাদক কারবারের সঙ্গে যুক্ত।

Advertisement

সেরিনা বিশাল পরিমাণ মাদক নিয়ে ওই বাড়িতে গিয়েছেন। সেই কথা জানতে পারেন তদন্তকারীরা। তারপরই আজ মঙ্গলবার দুপুরে ওই বাড়িতে হানা দেয় এসটিএফ ও বারুইপুর থানার পুলিশ। গোটা এলাকা ঘিরে রেখে চলে তল্লাশি অভিযান। ওই একতলার ঘর থেকে এক কেজি ব্রাউন সুগার উদ্ধার হয়েছে। যার আনুমানিক মূল্য এক কোটি টাকার উপরে। ঘর থেকেই মেলে টাকার স্তূপ। ২৬ লক্ষ টাকা সেখান থেকে প্রাথমিকভাবে পাওয়া গিয়েছে বলে খবর। টাকা গোনার জন্য সেখানে নিয়ে আসা হয় মেশিন। ওই টাকার পরিমাণ আরও বাড়তে পারে। সেই কথা অনুমান করছেন তদন্তকারীরা।

এদিন দুপুরে অভিযানের সময় মোকলেশ শেখ ও তাঁর শাশুড়ি সেরিনা বিবি ছিলেন। তাঁদের দুজনকেই গ্রেপ্তার করা হয়েছে। জানা গিয়েছে, মোকলেশ মাদক চোরা চালানের কাজের সঙ্গে জড়িত। এই কাজে সহযোগী তাঁর শাশুড়ি সেরিনা বিবি। তিনি মাদক বাহকের কাজ করতেন। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য পাওয়ার চেষ্টা করছেন তদন্তকারীরা।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement