Advertisement
Advertisement
Asansol BJP Candidate

বাঙালি মেয়েরা ‘মাল’! আসানসোলের প্রার্থীর গানে ‘অশালীন’ শব্দ, ব্যাকফুটে বিজেপি

'নারীশক্তির জয়গান' নিয়ে হিজেপিকে তোপ তৃণমূলের।

Asansol BJP Candidate allegedly insults Bengal women in his songs
Published by: Paramita Paul
  • Posted:March 3, 2024 12:08 pm
  • Updated:March 3, 2024 12:31 pm

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: বাঙালি নারীরা ‘মাল’! ভোট প্রচারে আসানসোলে ঢোকার আগেই ‘ললিপপ’ গায়ক তথা বিজেপি প্রার্থীর বিরুদ্ধে নারীবিদ্বেষের অভিযোগ তোলপাড় সোশাল মিডিয়া। তাঁর একের পর এক গানের অ্যালবামের ‘যৌন উদ্দীপক’ নাম প্রকাশ্যে এনে আক্রমণ করা হচ্ছে পবন সিংকে। তৃণমূলের দাবি, প্রধানমন্ত্রী মোদি যেদিন নারীশক্তির জয়গান গাইলেন পর দিনই নারী বিদ্বেষী পবন সিংকে প্রার্থী করল বিজেপি। এটাই ওদের স্টাইল।

সোশাল মিডিয়ায় বাংলাপক্ষের প্রতিষ্ঠাতা গর্গ চট্টোপাধ্যায় দাবি করেন, “বাঙালি মহিলাদের নিয়ে যৌন উদ্দীপক গান গেয়েছেন ভোজপুরী গায়ক। আসানসোলের বিজেপি প্রার্থী পবন সিং।” বাঙালি মহিলাদের মাল বলেছিলেন বলে অভিযোগ। এনিয়ে ‘সরব’ বাংলা পক্ষ হুঁশিয়ারি দিয়ে বলেছে,”বাঙালি মহিলাদের অসম্মানের জন্য উপযুক্ত ‘ট্রিটমেন্ট’ দেওয়া হবে বাঙালি বিরোধী ইঁদুর পবনকে।”

Advertisement

[আরও পড়ুন: কেন্দ্রীয় বাহিনীর জন্য বন্ধ স্কুলের পঠনপাঠন, কমিশনকে চিঠি ব্রাত্য বসুর]

এক্স হ্যান্ডেলে কটাক্ষ শানিয়েছে তৃণমূলও। তাদের দাবি, “বাংলায় নারীশক্তির জয়গান গাইছেন প্রধানমন্ত্রী। তার পরের দিনই তাঁর দল আসানসোলে এমন একজনকে প্রার্থী করল যিনি মহিলাদের ‘বাংলাওয়ালি মাল’ বলে গানের অ্যালবাম বানায়! এটাই বিজেপির স্টাইল।” স্বাভাবিকভাবেই প্রচার শুরুর আগেই শিল্পাঞ্চলের বিজেপি প্রার্থীকে নিয়ে নেতিবাচক প্রচার শুরু। রাজনীতির কারবারিরা বলছেন, ভোটের আগেই বিড়ম্বনায় গেরুয়া শিবির। 

Advertisement

 

[আরও পড়ুন: লক্ষ্য প্রত্যেক শহরে শাখা স্থাপন, সমবায় ব্যাঙ্কের যৌথ সংগঠন NUCFDC-র উদ্বোধন অমিত শাহর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ