Advertisement
Advertisement
Maldah

থানার পাশে বাম-কংগ্রেস জোট শিবিরে হামলা, চলল গুলি, আতঙ্ক হরিশ্চন্দ্রপুরে

পুলিশের ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন।

Attack and shootout at Left-Congress camp at Harischandrapur, Maldah, TMC accused | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:August 4, 2023 5:39 pm
  • Updated:August 4, 2023 5:48 pm

বাবুল হক, মালদহ: থানার পাশেই বাম-কংগ্রেস জোটের শিবিরে হামলা। চলল গুলি, ভাঙচুর। প্রার্থীর স্বামীকে বেধড়ক মারধরের অভিযোগ। ভাঙা হল সিসিটিভি ক্যামেরা (CCTV Camera)। তীব্র উত্তেজনা মালদহের (Maldah) হরিশ্চন্দ্রপুরে। থানা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে বাম-কংগ্রেস জোটের শিবিরে হামলা চালানোর অভিযোগ উঠল এলাকার তৃণমূল (TMC) নেতৃত্বের বিরুদ্ধে। শুধু তাই নয়, জোট শিবিরের গ্রিলের দরজার তালা ভেঙে ২ রাউন্ড গুলি চালানোর অভিযোগও উঠেছে। প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়েও।

Advertisement

বৃহস্পতিবার রাতের দিকে হরিশ্চন্দ্রপুর থানা পাড়া এলাকায় হরিশ্চন্দ্রপুর হেড পোস্ট অফিসের সামনে কংগ্রেসের পঞ্চায়েত সমিতির (PS) বিজয়ী প্রার্থী তহমিনা খাতুনের বাড়িতে হরিশ্চন্দ্রপুর-১ নং পঞ্চায়েত সমিতির বাম-কংগ্রেস জোটের ১১ জন বিজয়ী প্রার্থীকে নিয়ে শিবির করা হয়েছিল। পঞ্চায়েত ভোটে তৃণমূল কংগ্রেস আশানুরূপ ফলাফল করতে পারেনি। তা সত্বেও তারা পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন করার জন্য মরিয়া হয়ে উঠেছে বলে বিরোধীদের অভিযোগ।

Advertisement

[আরও পড়ুন: জ্ঞানবাপীতে বৈজ্ঞানিক সমীক্ষার অনুমতি দিল সুপ্রিম কোর্ট]

আগামী ১২ আগস্ট পঞ্চায়েত ও ১৪ আগস্ট পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন হওয়ার কথা। তা নিয়ে আলোচনার জন্যই বিজয়ী প্রার্থীদের নিয়ে শিবিরের আয়োজন। কিন্তু অভিযোগ, গভীর রাতে গাড়ি করে এসে কিছু মুখ ঢাকা দুষ্কৃতী ওই শিবিরে হামলা (Attack) চালায়। লাঠিসোঁটা এবং বন্দুক নিয়ে শিবিরের মূল ফটকে আঘাত করতে থাকে। বিজয়ী প্রার্থী তহমিনা খাতুনের স্বামী শিক্ষক আবুল কালাম আজাদ প্রতিবাদ করতে গেলে তাঁকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। তৃণমূল আশ্রিত ওই দুষ্কৃতীরা হামলা চালানোর সময় ২ রাউন্ড গুলি (Shootout)চালায় বলে অভিযোগ। শিবিরের মধ্যে পাথর ছুড়তে শুরু করে তাঁরা। ভেঙে দেওয়া হয় সিসিটিভি ক্যামেরা।এরপরই শিবিরের প্রার্থীদের চেঁচামেচিতে এলাকার মানুষ জেগে যায়। তারপরেই ওই দুষ্কৃতীরা পালিয়ে যায় বলে জানা গিয়েছে।

[আরও পড়ুন: Modi Surname Case: মোদি পদবি মামলার শাস্তিতে স্থগিতাদেশ, সুপ্রিম কোর্টে বড়সড় স্বস্তি রাহুল গান্ধীর]

শুক্রবার হরিশ্চন্দ্রপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে বাম কংগ্রেস-নেতৃত্ব। এলাকার কংগ্রেস নেতাদের বক্তব্য, হরিশ্চন্দ্রপুর-১ নং পঞ্চায়েত সমিতি শাসকদলের হাতছাড়া হওয়ার পর থেকেই তারা ক্রমাগত আক্রমণ করে যাচ্ছে। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা জোটের প্রার্থীদের অপহরণ করার জন্য এসেছিল। হামলার ঘটনার ভিডিও ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে।হরিশ্চন্দ্রপুর সদর এলাকার থানা থেকে কিছু দূরে এই ধরনের ঘটনায় চরম আতঙ্কিত এলাকাবাসী।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ