Advertisement
Advertisement

Breaking News

তৃণমূলের মিছিলে হামলায় জখম অন্তত ১২, অভিযোগে গ্রেপ্তার ৭ বিজেপি কর্মী

প্রচারের মধ্যেই গন্ডগোল।

Attack on TMC rally, 12 injured, seven BJP workers arrested
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 29, 2018 6:33 pm
  • Updated:April 29, 2018 6:33 pm

দেবব্রত মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা: ভোটের অশান্তি লেগেই আছে বাংলায়৷ ভোটের দিন যতই এগিয়ে আসছে, ততই বাড়ছে অশান্তি, হিংসা  হামলার ঘটনা৷ আজ, রবিবারও সেই এই ঘটনার পুনরাবৃত্তি দক্ষিণ ২৪ পরগনায়৷ কোথাও তৃণমূলের মিছিলে বিজেপি’র হামলায় জখম হন দলের ১২ সমর্থক, কোথাও আবার বিজেপি কর্মীদের মারধরের ঘটনায় দিনভর উত্তেজনা ছড়াল সুন্দরবন কোস্টাল থানা ও গোসাবা এলাকায়৷

এদিন দুটি পৃথক রাজনৈতিক হামলায় গুরুতর জখম হন ১২ জন৷ শনিবার রাতে সুন্দরবন কোস্টাল থানার আমতলি গ্রামে বিজেপি ও তৃণমূল কর্মীদের মধ্যে ব্যাপক গন্ডগোল বাধে৷ ঘটনায় আহত হয়েছে ৯ জন৷ যাঁদের মধ্যে ছয় জন তৃণমূল ও তিন জন বিজেপিকর্মী আছেন৷ আহত তৃণমূল কর্মীদের চিকিৎসার জন্য গোসাবা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷ সেখানে তাঁদের চিকিৎসা চলছে৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিনের এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে সাত জন বিজেপি কর্মীকে গ্রেপ্তার করেছে সুন্দরবন উপকূলীয় থানার পুলিশ৷ ধৃতদের এ দিন আলিপুর আদালতে তোলা হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে৷

Advertisement

তৃণমূলের অভিযোগ, শনিবার সন্ধ্যায় আমতলি এলাকায় মিছিল করছিল দলীয় সমর্থকরা৷ সেই সময় বিজেপির লোকজন তাদের উপর আক্রমণ করে৷ বন্দুক দিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ৷ বিজেপির অভিযোগ, তাঁদের কর্মীর বাড়িতে গিয়ে হামলা চালায় তৃণমূল৷ ঘটনাটি সন্ধ্যায় হওয়ায় স্থানীয় মানুষ প্রতিরোধ গড়ে তুললে পালিয়ে যায় তৃণমূলের বাইকবাহিনী৷ মোটরবাইক থেকে পড়ে গিয়ে আহত হয় তারা৷ তৃণমূল ভোটের আগে দলীয় কর্মীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে বলে দাবি স্থানীয় বিজেপি নেতৃত্বের৷

Advertisement

এদিন গন্ডগোলের দ্বিতীয় ঘটনাটি ঘটে গোসাবা থানার রাধানগর তারানগর গ্রামে৷ সেখানে মনোনয়ন না তোলায় বেশ কয়েক জন বিজেপি কর্মীকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ৷ বিজেপির বেশ কিছু বাড়িতে লুটপাট চালানোরও অভিযোগ করা হয়েছে। অভিযোগ উঠেছে তৃণমূল কর্মী-সমর্থকদের একাংশের বিরুদ্ধে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ