Advertisement
Advertisement

Breaking News

রণক্ষেত্র আসানসোল, আক্রান্ত কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়

শাসক দলের বিরুদ্ধে অভিযোগ বিজেপি নেতার৷

Babul Supriyo attacked
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 19, 2016 6:30 pm
  • Updated:May 20, 2023 1:55 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবৈধ কসাইখানা নিয়ে বিক্ষোভকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল আসানসোল৷ বিক্ষোভের মুখে পড়ে হেনস্তা হতে হল কেন্দ্রীয় নগরোন্নয়ন দফতরের রাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতা বাবুল সুপ্রিয়কে৷ অভিযোগ উঠেছে শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে৷

ঘটনার সূত্রপাত হয় বুধবার বেলার দিকে৷ যখন অবৈধ কসাইখানার প্রতিবাদ জানাতে রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের বাড়ির সামনে জড়ো হন বিজেপি সমর্থকরা৷ অভিযোগ, খবর পেয়েই সেখানে এসে উপস্থিত হন শাসকদলের কর্মীরাও৷ দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়ে যায়৷ খবর পেয়েই সেখানে উপস্থিত হন বাবুল সুপ্রিয়৷ তাঁকে ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করেন উপস্থিত জনতা৷ এর মধ্যেই ভিড়ের মাঝ থেকে ঢিল এসে লাগে বাবুলের গায়ে৷ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিযন্ত্রণে আনে বিশাল পুলিশ বাহিনী৷

Advertisement

পুরো ঘটনার দায় শাসকদলের উপর চাপিয়েছেন বাবুল সুপ্রিয়৷ তাঁর অভিযোগ, একটা শান্ত জমায়েতকে বিক্ষোভের রুপ দিয়েছে তৃণমূলের সমর্থকরা৷ রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের বিরুদ্ধে প্ররোচনার অভিযোগ এনেছেন বিজেপি নেতা৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংকে ফোন করেও এব্যাপারে বিস্তারিত জানিয়েছেন তিনি৷ ঘটনার জেরে কাল ১২ ঘণ্টার জন্য আসানসোল বনধের ডাক দিয়েছে বিজেপি৷ শোনা গিয়েছে, কাল মুখ্যমন্ত্রীর বাড়ির সামনেও বিক্ষোভ দেখানো হবে৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ