BREAKING NEWS

১৭ জ্যৈষ্ঠ  ১৪৩০  বৃহস্পতিবার ১ জুন ২০২৩ 

READ IN APP

Advertisement

Durga Puja 2021: সমঝোতার বার্তা? বহরমপুরের কংগ্রেসের পুজোর থিমেও ‘লক্ষ্মীর ভাণ্ডার’!

Published by: Tiyasha Sarkar |    Posted: September 13, 2021 9:34 pm|    Updated: September 13, 2021 9:34 pm

Baharampur Durga Puja pandal to depict 'Lakshmir Bhandar' | Sangbad Pratidin

কল্যাণ চন্দ, বহরমপুর: দুর্গা পুজোর (Durga Puja 2021) উদ্যোক্তারা কংগ্রেস কর্মী হিসেবেই পরিচিত এলাকায়। শোনা যায়, অধীররঞ্জন চৌধুরীর (Adhir Ranjan Chowdhury) ঘনিষ্ঠও। কিন্তু তাতে কী! সেই পুজোর প্যাণ্ডেল তৈরি হচ্ছে রাজ্য সরকারের জনমুখী প্রকল্প ‘লক্ষ্মী ভাণ্ডারে’র আদলে। যদিও প্যান্ডেল ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ থিমে হচ্ছে বলেই দাবি পুজো উদ্যোক্তাদের। রবিবার হয়েছে খুঁটিপুজো। গতবারের মতোই এবছরও রাজ্যের তরফে ৫০ হাজার টাকার অনুদান পাওয়ার আশায় রয়েছে বহরমপুরের ক্লাব।

বহরমপুর শহরের বেশকিছু বিগ বাজেটের পুজোর মধ্যে অন্যতম বিষ্ণুপুর অনামী ক্লাব। গত ৭০ বছর ধরে নানা থিমে পুজো মণ্ডপ তৈরি করে আসছে শহরের ওই তাঁরা। সেরা প্যাণ্ডেলের স্বীকৃতিও মিলেছে। বার কয়েক ‘বিশ্ব বাংলা’ সম্মানও পেয়েছে ক্লাবটি। গত বছর রাজ্য সরকারের তরফে পুজোর অনুদানও পেয়েছে। রবিবার বিষ্ণুপুর স্কুল মাঠে খুঁটি পুজোর আয়োজন করে ওই ক্লাবের কর্মকর্তারা।

[আরও পড়ুন: স্ত্রী ও কন্যাসন্তানকে ধারালো অস্ত্রের কোপ দিয়ে আত্মঘাতী স্বামী, কারণ নিয়ে ধোঁয়াশা]

জানা গিয়েছে, রাজ্য সরকারের জনমুখী প্রকল্পের ‘লক্ষ্মী ভাণ্ডারে’র আদলে পুজো প্যান্ডেল তৈরি করছে ওই ক্লাব। ক্লাবের ওয়ার্কিং প্রেসিডেন্ট তথা কংগ্রেস নেতা ভাস্কর বাজপেয়ীর দাবি, ‘অন্নপূর্ণা ভাণ্ডারের’ থিম হচ্ছে। তিনি জানিয়েছেন, গ্রামবাংলার চালচিত্র তুলে ধরতেই ওই থিমের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্লাবের তরফে জানানো হয়েছে, সরকারের সমস্ত নির্দেশ মেনে অর্থাৎ কোভিড বিধি মেনেই পুজো চলবে। তবে করোনা (Corona Virus) পরিস্থিতির কারণে এবারে বাজেট অনেক কম, রাজ্য সরকারের অনুদানের দিকেই তাকিয়ে ক্লাব কর্তৃপক্ষ।

উল্লেখ্য, রাজ্যের করোনা পরিস্থিতি বর্তমানে অনেকটাই নিয়ন্ত্রণে। ধীরে ধীরে সুস্থ হচ্ছে বাংলা। তবে তৃতীয় ঢেউয়ের আশঙ্কা থেকেই যাচ্ছে। সেই কারণে সাবধানী রাজ্য। সেই কারণে একাধিক বিধিনিষেধের মেনেই চলতি বছরে দুর্গাপুজোয় মাতবেন আমজনতা। মাস্ক, স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক। কঠোরভাবে পালন করতে হবে কোভিডবিধি।

[আরও পড়ুন:Durga Puja: ভিটে ছেড়ে ভিনদেশে, তালিবানি সন্ত্রাসের আবহে ঘরছাড়াদের গল্প নাকতলা উদয়ন সংঘের পুজোয়]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে