Advertisement
Advertisement

Breaking News

নাটকের মঞ্চে জাঁদরেল পুলিশ কর্তা, সাড়া পড়ল বালুরঘাটে

পুলিশ সুপারের অভিনয় দক্ষতায় মুগ্ধ জেলার নাট্যমহল।

Balurghat top cop shows acting skills in drama

ছবি: রতন দে, ছবিতে মেকআপ নিচ্ছেন পুলিশ সুপার, মঞ্চে নাটকের কুশীলবরা।

Published by: Shammi Ara Huda
  • Posted:September 4, 2018 3:37 pm
  • Updated:September 4, 2018 3:37 pm

রাজা দাস, বালুরঘাট: অপরাধ অনুসন্ধানের গলিঘুঁজি পেরিয়ে চলে আলোক রেখা। অপরাধী ধরার পাশাপাশি খাকির আড়ালে উঁকি দেয় ঝলমলে পোশাক। বাস্তব ধরা দেয় মঞ্চে। অপরাধতত্ত্বের  থেকে নজর সরিয়ে মঞ্চে আসেন প্রসূন বন্দ্যোপাধ্যায়।দক্ষিণ দিনাজপুর জেলার পুলিশ সুপার। তাঁর অভিনীত ও নির্দেশিত নাটক সাড়া ফেলল বালুরঘাটে। নিরাপত্তার দায়িত্ব সামলানোর পাশাপাশি পুলিশ সুপার প্রসূন বন্দোপাধ্যায়ের সাংস্কৃতিক চর্চা অবশ্য এর আগেই প্রকাশ্যে এসেছে। খাকি উর্দি পরে সর্বদা আইনশৃঙ্খলা রক্ষা করাই যাঁর অন্যতম কাজ। তিনিই রবিবার রাতে বালুরঘাট নাট্যতীর্থে অনুষ্ঠিত নাটক ‘শকুনির পাশা’য় মূল চরিত্রে অভিনয় করে দর্শকদের তাক লাগিয়ে দিলেন।

নাটকের শহর বলেই পরিচিত বালুরঘাট। এই শহরে রয়েছে বিখ্যাত নাট্য ব্যক্তিত্বরা। বছর দু’য়েক আগে দ্বিতীয়বারের জন্য জেলা পুলিশ সুপারের পদে দায়িত্ব পান প্রসূন বন্দ্যোপাধ্যায়। শহরে আসার পর থেকেই নানা সাংস্কৃতিক চর্চার সঙ্গে যুক্ত হন তিনি। মাস ক’য়েক আগে প্রথম নাটক ‘চোপ আদালত চলছে’-তে অভিনয় করেন। ওই নাটকটি জেলার পাশাপাশি কলকাতাতেও মঞ্চস্থ হয়। রবিবার সন্ধ্যায় প্রসূনবাবুর দ্বিতীয় নাটক ‘শকুনির পাশা’ মঞ্চস্থ হল বালুরঘাটে। যেখানে মূল চরিত্রে অভিনয় করলেন পুলিশ সুপার নিজে। নাটকটি মঞ্চস্থ করার জন্য সহযোগিতা করেন বালুরঘাটের সাংসদ অর্পিতা ঘোষ ও বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব দেবেশ চট্টোপাধ্যায়। এখন এই নাটক নিয়েই জোর চর্চা বালুরঘাটে।

Advertisement

[মাথাভাঙায় ভয়াবহ দুর্ঘটনায় ২ শিশু-সহ মৃত ৬]

এই প্রসঙ্গে  বালুরঘাটের নাট্য ব্যক্তিত্ব প্রদোষ মিত্র বলেন,  “পুলিশ সুপারের নাট্য সাংস্কৃতিক চর্চা যথেষ্ট প্রশংসার যোগ্য।” জিষ্ণু নিয়োগী জানান,  নাটকটি দেখা সম্ভব না হলেও তিনি অনেকের কাছেই প্রশংসা শুনেছেন। এদিকে গুণীজনের প্রশংসা পেয়ে সলজ্জ পুলিশ সুপার। তিনি জানান, দিনাজপুর ‘রূপকথা’ সংস্থার পক্ষ থেকে নাটকটি মঞ্চস্থ করা হয়। ‘শকুনির পাশা’-র মঞ্চায়নের জন্য সকলেই নিরলস পরিশ্রম করেছেন। তাছাড়া নাটকের শহরে অভিনয় করার এক আলাদা অনুভূতি রয়েছে। তবে এখানেই শেষ নয়, ভবিষ্যতেও এমন অনেক ভাল নাটকের মঞ্চায়নে যুক্ত থাকতে চান তিনি। সেখানে নির্দেশনার ভূমিকায় যেমন তাঁকে দেখা যাবে পাশাপাশি অভিনয়েও। ‘শকুনির পাশা’ নাটকের যাঁরা সহ-অভিনেতা তাঁরা প্রত্যেকেই অন্যান্য পেশার সঙ্গে যুক্ত। তাই দিনের বেলা রিহার্সাল করা সম্ভব হত না। বেশিরভাগ দিনই রাত জেগে চলেছে মহড়া। গোটা বিষয়টি তত্ত্বাবধানে ছিলেন সাংসদ অর্পিতা ঘোষ।

Advertisement

[‘ভুতুড়ে ট্রলার’ থেকে উদ্ধার ৪ হাজার লিটার চোরাই কেরোসিন, জুনপুটে চাঞ্চল্য]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ