Advertisement
Advertisement

বিজেপির ডাকা বাংলা বনধে তৃণমূলের গান্ধীগিরি

মিষ্টি বিলি করলেন তৃণমূল নেতানেত্রীরা৷

Bankura: TMC distributing sweets to bus driver
Published by: Sayani Sen
  • Posted:September 26, 2018 2:01 pm
  • Updated:September 26, 2018 2:01 pm

টিটুন মল্লিক, বাঁকুড়া: ইসলামপুর কাণ্ডের প্রতিবাদে ১২ ঘণ্টা বাংলা বনধে সচল রাজ্য৷ রাজ্যজুড়ে বিক্ষিপ্ত কয়েকটি রেল অবরোধ করে বিজেপি৷ এর বাইরে সেভাবে বনধের ছবি ধরা পড়েনি৷ বনধ সফল করতে সকাল থেকেই কোমর বেঁধে আসরে নামে বিজেপি৷ দফায় দফায় রেল অবরোধও করে তারা৷ জেলায় বেশ কয়েকটি জায়গায় রেল অবরোধও করে বনধ সমর্থনকারীরা৷ তা সত্ত্বেও শহর থেকে শহরতলি বেশিরভাগ ক্ষেত্রেই নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছতে পেরেছেন যাত্রীরা৷ বনধের বিরোধিতায় ময়দানে নামে তৃণমূল৷ বনধের দিন গান্ধীগিরি করলেন কর্মী সমর্থকরা৷ বুধবার বাঁকুড়া ও মধ্য হাওড়ার টোটো ও বাসচালকদের হাতে গোলাপ ফুল তুলে দিয়ে মিষ্টিমুখ করান তাঁরা৷   

[বনধে স্বাভাবিক শিল্পাঞ্চল, প্রভাব নেই চা-বাগানেও]

বাঁকুড়ার ছবিটাও ছিল একইরকম৷ বনধের কোনও প্রভাবই পড়েনি রাঢ়বঙ্গের জেলায়৷ বেলা বাড়তে না বাড়তেই আর পাঁচদিনের মতো স্বাভাবিক ছন্দে ফেরে দক্ষিণবঙ্গের এই জেলাটি৷ খুলে যায় সমস্ত দোকানপাট, স্কুল-কলেজ৷ ভিড় বাড়তে শুরু করে রাস্তায়৷ সরকারি বাসের সংখ্যা অন্যদিনের তুলনায় বেশি ছিল৷ বেসরকারি বাসও ছিল যথেষ্ট৷ পরিবহণ কর্মীরা কর্মনাশা বনধ অগ্রাহ্য করে এদিন কাজে যোগ দেন৷ তাঁদের মিষ্টিমুখ করান আইএনটিটিইউসি নেত্রী অলোকা সেন মজুমদার৷

Advertisement

[পুলিশ-জনতা খণ্ডযুদ্ধে নতুন করে উত্তপ্ত ইসলামপুর, একাধিক বাসে আগুন]

শুধু বাঁকুড়াই নয়৷ বনধের চেষ্টা করেও হাওড়ায় কার্যত ‘ব্যর্থ’ বিজেপি৷ সকালে হাওড়ার বঙ্গবাসী ও টিকিয়াপাড়ায় দুটি বাস ভাঙচুর করেন বিজেপি কর্মী সমর্থকরা৷ তবে দুটি ঘটনাতেই পুলিশ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে৷ পরিস্থিতি স্বাভাবিক হয়৷ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বদলে যায় হাওড়ার ছবি৷ আর পাঁচটা দিনের মতোই চেনা ছন্দে ফেরে গোটা শহর৷ প্রচুর পরিমাণ সরকারি ও বেসরকারি বাসে ভরে ওঠে রাস্তা৷ অফিস ও স্কুলে পৌঁছানোর জন্য আমজনতার মধ্যে ধরা পড়ে নিত্যদিনের ব্যস্ততা৷ তবে রাজনৈতিক মহলের দাবি, বনধ সম্পূর্ণ ব্যর্থ হয়েছে৷ এই দাবি নিয়ে পালটা আসরে নেমেছে তৃণমূল৷ বনধের বিরোধিতা করে যাঁরা রাস্তায় বাস চালিয়েছেন তাঁদের ধন্যবাদ জানান স্থানীয় নেতৃত্ব৷ মধ্য হাওড়ায় সকাল সকাল হাতে মিষ্টির হাঁড়ি নিয়ে বেরিয়ে পড়েন তৃণমূল নেতারা৷ টোটোচালকদের হাতে গোলাপ ফুল তুলে দেন তাঁরা৷ টোটোচালকদের মিষ্টিমুখও করান তৃণমূল কর্মীরা৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ