Advertisement
Advertisement

Breaking News

বহুজাতিক সংস্থার ওয়েবসাইটে ফোন নম্বর, পুলিশের দ্বারস্থ নাকাল সাংসদ

ষড়যন্ত্রের অভিযোগ তৃণমূলের।

Bengal MP’s mobile number appears on beverage company’s website
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 31, 2018 8:30 pm
  • Updated:January 31, 2018 8:30 pm

রঞ্জন মহাপাত্র,কাঁথি: পেপসিকো কোম্পানির ওয়েবসাইটে সাংসদের ফোন নম্বর। রাতবিরেতে বকেয়া টাকা চেয়ে ফোন আসছে। কখনও বরাত দেওয়া পানীয় না পৌঁছনোয় জুটছে হম্বিতম্বি। এখানেই শেষ নয়। ধমকের সুরে এল আইনি পদক্ষেপের হুমকিও। ১৫দিন ধরে চলতে থাকা ফোনাফুনিতে ধৈর্য্যের বাঁধ ভাঙে সাংসদের। খোঁজ নিয়ে জানতে পারেন হাওড়ার ধূলাগড়ি এলাকার পলিপার্কের পেপসিকো কোম্পানির ওয়েবসাইটে রয়েছে তাঁর নম্বর। নিজের চোখে বিষয়টি দেখার পরেই অত্যন্ত বিরক্ত হন তিনি। সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট কোম্পানির বিরুদ্ধে থানায় হেনস্তার অভিযোগ আনেন তমলুকের তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী। কীভাবে একটি বহুজাতিক সংস্থার ওয়েবসাইটে তাঁর মোবাইল নম্বর এল, তা জানতে তদন্তের দাবি করেছেন সাংসদ। আসরে নেমেছে কাঁথি থানার পুলিশ।

[১৪ ঘণ্টা লুকিয়েও হল না লাভ, জুতোর লোভে ধরা পড়ল চোর ]

দিব্যেন্দুবাবুর ব্যক্তিগত ফোন নম্বর ওই বহুজাতিক সংস্থা নিজেদের ওয়েবসাইটে কী করে ব্যবহার করল, তানিয়ে প্রশ্ন উঠেছে তৃণমূলের অন্দরে। তবে এই ঘটনাকে নিছক ভুল হিসেবে দেখতে নারাজ জেলা তৃণমূল। দিব্যেন্দুবাবুকে ফাঁসানোর উদ্দেশ্যেই সাংসদের ফোন নম্বর ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ করেছেন তৃণমূল নেতৃত্ব।

Advertisement

এই প্রসঙ্গে দিব্যেন্দুবাবু বলেছেন, “বেশ কেয়কদিন ধরেই মোবাইলে ফোন আসতে শুরু করে। প্রথমে বুঝতে পারিনি কে বা কারা ফোন করছে। তবে খোঁজখবর নিয়ে দেখলাম একটি বহুজাতিক সংস্থার ওয়েবসাইটে আমার ফোন নম্বর রয়েছে। কেন সেখানে আমার নম্বর ব্যবহার করা হল, জানা নেই। তদন্তের জন্য কাঁথি থানায় অভিযোগ জানিয়েছি। পুলিশের উপরে আমার পূর্ণ আস্থা রয়েছে।”PEPSICO-WEB

Advertisement

এই প্রসঙ্গে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) ইন্দ্রজিৎ বসু জানান, ‘অভিযোগ পেয়েছি।। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

উল্লেখ্য, এর আগেও রাতে হলদিয়া থেকে কাঁথি ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েছেন দিব্যেন্দুবাবু। খুনের হুমকি পৌঁছেছে কাঁথির বাড়িতে। প্রতি ক্ষেত্রেই নিছক দুর্ঘটনা বলে উড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু এবারের ঘটনায় চক্রান্তের ইঙ্গিত পাচ্ছেন জেলা বুদ্ধিজীবী মহল।

[গৃহবধূর গলাকাটা অর্ধনগ্ন দেহ উদ্ধার, তীব্র চাঞ্চল্য ইটাহারে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ