অভ্রবরণ চট্টোপাধ্যায়, শিলিগুড়ি: এবার আর শুধু পাহাড়ের টানে নয়, শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কের (Bengal Safari Park) টানেও পর্যটকদের আসতে হবে উত্তরবঙ্গে। জোরকদমে তারই আয়োজনে ব্যস্ত বনদপ্তর ও রাজ্য জু অথরিটি। সোমবার সাফারি পার্ক পরিদর্শনের পর এ কথা জানান রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।
বাঘ, ভাল্লুকের পর এবার পার্কে আসছে পশুরাজ সিংহ (Lion), সঙ্গে স্লথ ভাল্লুক ও জেব্রাও। এখানেই শেষ নয়, ওই তালিকায় রয়েছে মণিপুরী ডাইসিং ডিয়ার, এলবিনো ব্ল্যাক বার্ডও। ইতিমধ্যে এ বিষয়ে অনুমোদন চেয়ে আবেদন পাঠানো হয়েছে কেন্দ্রীয় জু অথরিটির কাছে। পাশাপাশি বাঘেদের প্রজননের বিষয়টিতেও জোর দেওয়া হচ্ছে।
এদিন বনমন্ত্রীর উপস্থিতিতে জন্মের সাত মাস পর রয়্যাল বেঙ্গল (Royal Bengal Tiger) দম্পতি শীলা ও বিভানের চার শাবককে সাফারির এনক্লোজারে ছাড়া হয়। প্রথমদিন তাদের সঙ্গে মা শীলাকেও রাখা হয়েছিল। বনমন্ত্রীর সঙ্গে সাফারি পার্কটি ঘুরে দেখেন রাজ্যের প্রধান মুখ্য বনপাল তথা হেড অফ ফরেস্ট ফোর্স সৌমিত্র দাশগুপ্ত, রাজ্য জু অথরিটির সদস্য সচিব সৌরভ চৌধুরী-সহ অন্যান্যরা। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, ‘‘এদিন চারটি রয়্যাল বেঙ্গল শাবককে এনক্লোজারে ছাড়া হল। পরবর্তীতে এখানে সিংহ, জেব্রা-সহ কিছু হরিণ আনারও কথা রয়েছে। পাশাপাশি এখন দু’টো করে হাতি সাফারি চলছে। আগামীতে তা আট থেকে দশটি করার পরিকল্পনা রয়েছে।’’
এ প্রসঙ্গে রাজ্য জু অথরিটির সদস্য সচিব সৌরভ চৌধুরী বলেন, ‘‘সিংহ, জেব্রা সহ কিছু প্রাণীর জন্য কেন্দ্রীয় জু অথরিটির কাছে অনুমোদন চাওয়া হয়েছে। নভেম্বর বা ডিসেম্বরের বৈঠকে ছাড়পত্র মিলবে। স্লথ বিয়ারের জন্য রাঁচি, সিংহের জন্য আগ্রা ও হায়দরাবাদের চিড়িয়াখানার সঙ্গে কথা হয়েছে। এছাড়া হরিণ, জেব্রা আলিপুর চিড়িয়াখানা থেকেই পাওয়া যাবে।’’
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.